পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সাহসী' কঙ্গনার প্রশংসায় সিমি গারেওয়াল - Simi Lauds Kangana

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বলিউডের প্রথম সারির একাধিক তারকাকে । এই 'সাহসী মনোভাব'-এর জন্য কঙ্গনার প্রশংসা করলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সিমি গারেওয়াল ।

োে্
োে্

By

Published : Jul 19, 2020, 5:32 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই স্বজনপোষণ, মুভি মাফিয়া ও দলবাজি নিয়ে সরগরম বলিউড । এগুলি কোনও নতুন বিষয় না হলেও সম্প্রতি এই নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াতও । সুশান্তের মৃত্যুর জন্য দায়ি করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বলিউডের প্রথম সারির একাধিক তারকাকে । এই 'সাহসী মনোভাব'-এর জন্য কঙ্গনার প্রশংসা করলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সিমি গারেওয়াল ।

সম্প্রতি টুইট করে সিমি লেখেন, "কঙ্গনার এই সাহসিকতার জন্য সাধুবাদ জানাই। ও আমার থেকে অনেক বেশি সাহসি আর বোল্ড। আমি জানি কীভাবে ক্ষমতাশালী মানুষরা আমর ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল । আমি চুপ ছিলাম । কারণ আমি একতা সাহসী ছিলাম না ।"

কঙ্গনার কথা শুনে হতাশ হয়ে পড়েন সিমি । এ প্রসঙ্গে আরও একটি টুইটে তিনি লেখেন, "আমি জানি না কঙ্গনার কথা শুনে আপনাদের কী মনে হয়...তবে এটি আমাকে বেশ হতাশায় ফেলেছে...সুশান্ত সিং রাজপুতকে যা ভোগ করতে হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন ...এবং এছাড়াও 'বহিরাগত'-দের কীভাবে বলিউডে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়...এটা অবশ্যই বদলাতে হবে !"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও কী কারণে তিনি এই চূড়ান্ত পদক্ষেপ করলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । তা জানতেই তদন্ত শুরু করে পুলিশ । জিজ্ঞাসাবাদও করা হচ্ছে । ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই পথ বেছে নিয়েছেন তিনি । আবারও কারও মতে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ করেন সুশান্ত । যদিও আত্মহত্যার আসল কারণ এখনও অজানা । আর তা জানার চেষ্টা করছে পুলিশ । জারি রয়েছে তদন্ত ।

ABOUT THE AUTHOR

...view details