মুম্বই : করিনার পরনে ঘিয়ে রঙের ড্রেস । হাতে ব্যাগ ও চোখে চশমা । আর সইফের পরনে পার্পেল শার্ট ও সাদা প্যান্ট । মরক্কোর রাস্তায় এভাবেই নিশ্চিন্তে হেঁটেছিলেন তাঁরা । তাও প্রায় 11 বছর আগে । সম্প্রতি 2009 সালের ওই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেন করিনা কাপুর খান ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । কোথাও যেন হারিয়ে গিয়েছে সবার জীবনের স্বাভাবিক ছন্দটা । আর সেই ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই । মুখিয়ে রয়েছেন করিনাও ।
এখন গৃহবন্দী তিনিও । সময় কাটছে পরিবারের সঙ্গে । কিন্তু, মন যেন কিছুই ঘরে আটকে থাকতে চাইছে না । বার বার ঘুরতে যেতে, শপিং করতে, বন্ধুদের সঙ্গে দেখা করতে ও কাজ করতে ইচ্ছে করছে । আর সেই সব কথাই সোশাল মিডিয়ায় একাধিক পুরোনো ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন করিনা ।