মুম্বই : বাড়িতে অনাহূত অতিথি, তাও আবার অমিতাভ বচ্চনের প্রাইভেট রুমে । না না, কোনও মানুষ নন, তিনি একটি বাদুড় । তার আগমনে 'জলসা'-এ হুলুস্থুলু পড়ে গেল । অমিতাভ লিখলেন, "কোরোনা আমাদের পিছু ছাড়ছেই না.."
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন অমিতাভ বচ্চন । সেখানেই তিনি এই "ব্রেকিং নিউজ়" দিয়েছেন । লিখেছেন, "ব্রেকিং নিউজ়, এই ঘণ্টার সবচেয়ে বড় খবর, একটি বাদুড় আমার ঘরে ঢুকেছিল ।"
বিগ বি আরও এক্সপ্লেন করেছেন, "জলসা-র তৃতীয় তলায়, যেখানে আমরা বসে গল্প করি.."