মুম্বই : মুক্তি পাওয়ার কথা ছিল 10 এপ্রিল । সেটা পিছিয়ে ডিসেম্বর হল । এবার শোনা যাচ্ছে এই বছরেই আর মুক্তি পাবে না রণবীর সিং অভিনীত '83' । 2021 সালে ছবি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা ।
শুধু '83' নয়, পরিকল্পিত সময়ে মুক্তি পাচ্ছে না 'সূর্যবংশী'-ও । অক্ষয় কুমার অভিনীত এই ছবিটির মুক্তি নিয়ে অনেকদিন ধরে টালবাহানা চলছে । চলতি বছরের 24 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কোরোনার কারণে ভেস্তে গেছে সবটা । ঠিক হল এই দিওয়ালিতে থিয়েটারে মুক্তি পাবে ছবিটি । এখন শোনা যাচ্ছে সেই সম্ভাবনাও বিশ বাঁও জলে । পরের বছরই 'সূর্যবংশী' রিলিজ় করবে ।