পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 6, 2020, 1:02 PM IST

ETV Bharat / sitara

খুলছে সিনেমা হল, কী কী বিধিনিষেধ মানতে হবে ?

প্রায় সাত মাস পর 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । তবে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ । আজ সেই বিধিনিষেধের তালিকা ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

asd
asd

দিল্লি : দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল । আনলক 5-এ সিঙ্গল ও মাল্টিপ্লেক্স খোলার কথা আগেই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো প্রায় সাত মাস পর 15 অক্টোবর থেকে খুলছে সিনেমা হলের দরজা । তবে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ । আজ সেই বিধিনিষেধের তালিকা ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বিধিনিষেধগুলি...

  • দর্শক আসন সংখ্যার 50 শতাংশ পূরণ করা যাবে ।
  • বসার সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।
  • 'এই আসনে বসা যাবে না' বলে চিহ্নিত করতে হবে ।
  • হাতধোয়া ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে ।
  • সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের পরামর্শ দিতে হবে ।
  • সিনেমা হলে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক ।
  • প্রতিটি শোয়ের মাঝে নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখা বাধ্যতামূলক ।
  • অনলাইনে পেমেন্ট করার জন্য দর্শকদের বলতে হবে ।
  • প্রতিদিন সিনেমা হল ও তার তার পার্শ্ববর্তী জায়গা জীবাণুমুক্ত করতে হবে ।
  • একাধিক কাউন্টারের ব্যবস্থা রাখতে হবে হলে ।
  • বিরতির সময় প্রয়োজন ছাড়া দর্শকদের জায়গা ছেড়ে না ওঠার পরামর্শ দিতে হবে ।
  • গোটা দিন সিনেমার টিকিট কেনার জন্য কাউন্টার খোলা রাখতে হবে । পাশাপাশি ভিড় এড়াতে আগাম বুকিংয়ের ব্যবস্থাও করতে হবে ।
  • যেখানে সেখানে থুতু ফেলা যাবে না ।
  • শুধুমাত্র প্যাকড খাবার নিয়েই হলে ঢুকতে পারবেন দর্শকরা ।
  • খাবার ও নরম পানীয় কেনার জন্য একাধিক কাউন্টার রাখতে হবে ।
  • যাঁরা হল পরিষ্কার করবেন তাঁদের সুরক্ষার জন্য গ্লাভস, মাস্ক, বুট ও PPE-র ব্যবস্থা করতে হবে ।
  • যাঁরা বিধিনিষেধ মানবেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।
  • হলের মধ্যে তাপমাত্রা 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে ।
  • শো শুরুর আগে এবং পরে ও বিরতির সময় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ঘোষণা করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details