দিল্লি : 'লাক বাই চান্স'-র অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে তিনজন ব্যক্তি অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসার সেজে প্রতারণা চেষ্টা করে । তিনজনকেই গ্রেপ্তার করা হয় ।
দিল্লি পুলিশের PRO বলেন, "তিনজনকেই সাইবার ক্রাইম ইউনিট (CyPAD) গ্রেপ্তার করেছে । বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী NRI অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে প্রতারণার চেষ্টা করে তারা । তারা তাঁকে জানান, তারা অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস থেকে এসেছে ।"