মুম্বই : 'বান্টি ঔর বাবলি' নিয়ে মানুষের মধ্য়ে এখনও একটা ভালোলাগা রয়ে গেছে । ওই ধরনের কনসেপ্ট নিয়ে 2005 সালের আগে তেমন কোনও হিন্দি ছবি ছিল বলে মনে পড়ে না । সেই দিক থেকে পাথ ব্রেকার 'বান্টি ঔর বাবলি' । আর এই ছবিতেই প্রথমবারের জন্য অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ।
ছবির হিরো অভিষেক হলেও, অমিতাভের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । ওরকম কুল পুলিশ অফিসারের চরিত্রে অমিতাভকেই মানায়, আর তিনি ফাটিয়ে অভিনয়ও করেছিলেন । অন্যদিকে অভিষেক আর রানি মুখার্জির জবরদস্ত কেমিস্ট্রি । তারা চুরি করলেও, একবারের জন্য নেগেটিভ চরিত্র বলে মনে হবে না বান্টি আর বাবলিকে । বরং ভালোবেসে ফেলবেন ।