লস অ্যাঞ্জেলস, 31 অগস্ট: সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা পাবেন ইউজাররা ৷ বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ৷ যে কোনও অ্যানড্রয়েড, আইওএস, পিসি এবং ম্যাক কম্পিউটার থেকেই এই সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ ছাড়া অনান্য সামাজিক মাধ্যম থেকে যেমন অডিয়ো ও ভিডিয়ো কল করা সম্ভব হয়, তেমনি এক্স (টুইটার) থেকেও ফোন নম্বর ছাড়াই ফোন করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক্স-কর্তা ৷
এদিন এক্স (টুইট) করে মাস্ক বলেন, "ভিডিয়ো ও অডিয়ো কলের সুবিধা এক্স-এ আসছে ৷ যে কোনও আইওএস, অ্যানড্রয়েড, ম্যাক ও পিসি-তে এই সুবিধা থাকবে ৷ কোনও ফোন নম্বর প্রয়োজনীয় নয় ৷ এক্স গ্লোবালি সকলের অ্যাডড্রেস বুক হতে চলেছে ৷ বিষয়টি খুব ইউনিক হবে ৷" তবে এই ফিচার কবে চালু হবে, বা কবে নাগাদ এই সুবিধা পাবেন এক্স ইউজারকারীরা, তা জানাননি ইলন মাস্ক ৷
জুলাই মাসে কোম্পানির ডিজাইনার অ্যানড্রিউ কোনওয়ে এই ফিচার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন ৷ কনওয়ে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন যেখানে ডিএম অর্থাৎ ডিরেক্ট ম্যাসেজ স্ক্রিনের উপরে বাঁদিকে অডিয়ো ও ভিডিয়ো কলের অপশন দেখানো হয়েছিল ৷