হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় । মেসেজ থেকে শুরু করে ফটো বা ভিডিয়ো পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত । কিন্তু এই প্ল্যাটফর্মটিতে একবারে 30টির বেশি ফাইল পাঠানো যায় না-এখন । এতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন থেকে এই সমস্যা আর থাকবে না । ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (Whatsapp New Features)।
রিপোর্ট অনুযায়ী, মেটার অধীনে মার্ক জুকারবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবার থেকে একসঙ্গে 100টি ফাইল পাঠানো যাবে । সবচেয়ে বড় কথা হল ব্যবহারকারীরা এখন একবারে 100টি ডকুমেন্ট পাঠাতে পারবেন । পাশাপাশি আপনি সমস্ত ফাইলে ক্যাপশন যোগ করতে পারেন । অ্যাপ আপডেট করার পর ব্যবহারকারীরা এই নতুন বৈশিষ্ট্যগুলি পেতে পারেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন:হোয়াটসঅ্যাপে একসঙ্গে সর্বোচ্চ কটি ছবি পাঠানো যায় ?