নয়াদিল্লি, 1 মার্চ:মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানুয়ারি মাসে ভারতে 29 লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে (WhatsApp Bans Accounts)৷ এই সংখ্যাটা তার আগের মাসের থেকে উল্লেখযোগ্যভাবে কম ৷ 2021 সালের নতুন আইটি নিয়ম মেনে, গত বছরের ডিসেম্বরে দেশে 36.77 লক্ষ অ্যাকাউন্ট ব্লক করেছিল হোয়াটসঅ্যাপ ।
1 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে 2,918,000 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে ৷ ব্যবহারকারীদের কাছ থেকে কোনও রিপোর্ট আসার আগে এই অ্যাকাউন্টগুলির মধ্যে 1,038,000টি সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল ৷ এই কোম্পানি তার মাসিক সম্মতি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ৷
সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি দেশজুড়ে প্রায় 500 মিলিয়ন ব্যবহারকারীর রয়েছে ৷ দেশে জানুয়ারিতে হোয়াটসঅ্যাপের কাছে 1,461টি অভিযোগ জমা পড়েছে ৷ এর মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে 195টি ক্ষেত্রে ৷
কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, এই রিপোর্টে প্রাপ্ত ব্যবহারকারীর অভিযোগের বিশদ বিবরণ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ ও সেইসঙ্গে হোয়াটসঅ্যাপের দ্বারা গৃহীত সংশ্লিষ্ট পদক্ষেপগুলি রয়েছে ৷ এই প্ল্যাটফর্ম অপব্যবহার মোকাবিলা করার জন্য হোয়াটসঅ্যাপের নিজস্ব প্রতিরোধমূলক পদক্ষেপগুলির কথাও রয়েছে রিপোর্টে ৷
আরও পড়ুন:হোয়াটসঅ্যাপের মাধ্যমে খাবার অর্ডার, যাত্রী সুবিধার্থে নয়া পরিষেবা রেলের
এ দিকে, লক্ষ লক্ষ ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর ক্ষমতায়নের জন্য, ইলেকট্রনিক্স এবং আইটি দফতরের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর মঙ্গলবার গ্রিভান্স অ্যাপিলেট কমিটি (GAC) চালু করেছেন ৷ কনটেন্ট ও তা ব্যবহারের বিষয়গুলি খতিয়ে দেখনে এই কমিটি ৷ নবগঠিত কমিটি বড় টেক সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের ডিজিটাল আইনগুলিকে শক্তিশালী করার একটি পদক্ষেপ ৷ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি (Grievance Appellate Committee)৷
আইটি মন্ত্রক গত মাসে সম্প্রতি সংশোধিত আইটি নিয়ম, 2021-এর অধীনে প্রয়োজনীয় তিনটি গ্রিভান্স অ্যাপিলেট কমিটি (GAC) প্রতিষ্ঠার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল । একটি উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত এবং জবাবদিহিমূলক ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক 'ডিজিটাল নাগরিকদের' অধিকার রক্ষার লক্ষ্যে কিছু সংশোধনী বিজ্ঞপ্তি দিয়েছে ।