নাইরোবি, 1 সেপ্টেম্বর:বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation ) একজন কর্মকর্তা বলেছেন, আফ্রিকান দেশগুলির উচিত ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহার করা (Traditional medicine) ৷ যা প্রমাণ করেছে মহাদেশের জনসংখ্যার অসুস্থতা নিরাময়ে ৷ আফ্রিকার জন্য ডাব্লুএইচওর রিজিওনাল ডিরেক্টর মাতশিদিসো মোয়েতি বুধবার মহাদেশে সংক্রামক এবং অসংক্রামক রোগের বোঝা কমাতে ভেষজ ওষুধের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন (Africa's disease burden)।
2022 আফ্রিকান ঐতিহ্যবাহী ওষুধ দিবস উপলক্ষে কেনিয়ার রাজধানী নাইরোবিতে জারি করা এক বিবৃতিতে মোয়েতি বলেছেন, "প্রথাগত ওষুধ দীর্ঘদিন ধরে আফ্রিকার জনসংখ্যার জন্য বিশ্বস্ত, গ্রহণযোগ্য এবং সাশ্রয়ী । তাছাড়া এগুলি পাওয়া তুলনায় সহজ । জানা গিয়েছে, আফ্রিকার জনসংখ্যার 80 শতাংশ তাঁদের মৌলিক স্বাস্থ্যের প্রয়োজনের জন্য ঐতিহ্যগত ওষুধের উপর নির্ভর করে (Traditional medicine has so many unknown benefits ) ৷
দু'দশক ধরে আফ্রিকায় ঐতিহ্যগত ওষুধ দিবস পালিত হয়ে আসছে । সেটি উল্লেখ করে মোয়েতি বলেছেন, গত দুই দশকে মহাদেশটি জাতীয় স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ঐতিহ্যগত ওষুধের মূলধারার জন্য উচ্চাভিলাষী কৌশল নিয়ে এসেছে ।