পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

More Clear Cosmos Images: এবার আরও স্পষ্ট হবে ব্রহ্মাণ্ডের ছবি !

এবার পৃথিবী থেকে তোলা ব্রহ্মাণ্ডের ছবিগুলি আরও উজ্জ্বল ও স্পষ্ট হবে ৷ নেপথ্য়ে রয়েছে আমেরিকা ও চিনের বিজ্ঞানীদের নয়া গবেষণা ৷ কোন ব্যবস্থাপনা আবিষ্কার করেছেন তাঁরা ?

study claims Cosmos Images will be more clear by using new blur removing method
প্রতীকী ছবি

By

Published : Apr 2, 2023, 3:50 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল:ক্য়ামেরায় বন্দি বিভিন্ন মহাজাগতিক মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তোলার উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা ৷ শোনা যাচ্ছে, 'কম্পিউটার-ভিসন অ্যালগোরিদম'কে কাজে লাগিয়ে তাঁরা একটি ব্যবস্থাপনা আবিষ্কার করে ফেলেছেন ৷ যার সাহায্য়ে পৃথিবীতে থাকা বিভিন্ন টেলিস্কোপের সাহায্য তোলা মহাকাশের ছবি আরও নিখুঁত করে তোলা যাবে ৷ এই নয়া আবিষ্কারের নেপথ্যে রয়েছেন আমেরিকার নিউ ওয়েস্টার্ন বিশ্ববিদ্য়ালয় এবং চিনের জিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷ মহাকাশ ও ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশের ছবিতে যে ঝাপসা অংশ থাকে, সেগুলি নিখুঁতভাবে স্পষ্ট করে তোলার উপায় খুঁজে পেয়েছেন তাঁরা ৷

রয়্য়াল অ্য়াস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিসে এই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে ৷ তাতে লেখা হয়েছে, বিজ্ঞানের প্রয়োজনে বিভিন্ন মহাজাগতিক ছবি ব্যবহার করা হয় ৷ কিন্তু, যদি সেই ছবিগুলিকে সঠিকভাবে আরও স্পষ্ট করে তোলা যায়, তাহলে সংগৃহীত তথ্যভাণ্ডার নির্ভুল হওয়ার সম্ভাবনা আরও বাড়বে ৷ নির্দিষ্ট অ্যালগোরিদমের মাধ্যমে কম্পিউটার নিজেই এইসব ছবির ঝাপসা অংশ পরিষ্কার করে তুলবে ৷ এর জেরে বিজ্ঞানীরা আরও বেশি করে নির্ভুল তথ্য হাতে পাবেন ৷

সংশ্লিষ্ট গবেষণাপত্রের অন্যতম লেখক তথা নিউ ওয়েস্টার্ন বিশ্ববিদ্য়ালয়ের গবেষক এমা অ্যালেকজান্ডার এই প্রসঙ্গে বলেন, "মোদ্দা কথা হল, দিনের শেষে ছবিগুলি দেখতে অনেক বেশি সুন্দর হবে ৷" কিন্তু, প্রশ্ন হল, পৃথিবী থেকে তোলা মহাকাশের এইসমস্ত ছবি ঝাপসা হয় কেন ? বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, এর কারণ হল, পৃথিবীর বায়ুমণ্ডল ৷ এই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন আলো চলাচল করে, তখন তাকে নানা ধরনের পদার্থের মধ্যে দিয়ে যেতে হয় ৷ কখনও আবার পদার্থ ভেদে আলো নানারকমভাবে প্রতিফলিত হয় ৷ এর জেরেই পৃথিবী থেকে তোলা মহাকাশ বা ব্রহ্মাণ্ডের ছবির নানা অংশ ঝাপসা হয়ে যায় ৷ পরে সেই ছবি বিশ্লেষণ করতে বসে ঝামেলায় পড়েন গবেষকরা ৷ এবার থেকে তাঁদের আর সেই সমস্যায় পড়তে হবে না বলেই আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন:দূষণে উজ্জ্বল হচ্ছে রাতের আকাশ ! সমস্য়া বাড়ছে গবেষকদের

এই গবেষণার সঙ্গে যুক্ত আমেরিকা ও চিনের বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে তাঁরা এই বিশেষ ব্যবস্থাপনা গড়ে তুলেছেন ৷ এর ব্যবহারে ছবি স্পষ্ট করে তোলার প্রাচীন পদ্ধতির তুলনায় 38.6 শতাংশ এবং আধুনিক পদ্ধতির তুলনায় 7.4 শতাংশ কম ত্রুটি থেকে যাবে ৷ ফলে তা থেকে তথ্য সংগ্রহের পথ আগের থেকে অনেকটাই সহজ হবে ৷

ABOUT THE AUTHOR

...view details