পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

Role of Oxytocin: প্রেমে পড়তে 'লভ হরমোন' কি সত্যি জরুরি ?

প্রেমে পড়তে কতটা জরুরি 'লভ হরমোন' (Love Hormone) অক্সিটোসিন (Role of Oxytocin) ? সামনে এল নয়া তথ্য ৷

By

Published : Jan 28, 2023, 4:50 PM IST

new study on Prairie Voles questions the Role of Oxytocin as Love Hormone
প্রতীকী ছবি

লস অ্য়াঞ্জেলস, 28 জানুয়ারি:প্রেমে পড়তে, যৌন সম্পর্কে লিপ্ত হতে, মা-বাবার দায়িত্ব পালন করতে কিংবা সার্বিকভাবে সামাজিক হয়ে উঠতে কি আদৌ অক্সিটোসিন হরমোনের কোনও ভূমিকা (Role of Oxytocin) রয়েছে ? এই প্রশ্ন উঠছে ৷ কারণ, সাম্প্রতিক একটি গবেষণায় এই হরমোন সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷

গবেষণায় নতুন কী তথ্য জানা গিয়েছে ?

প্রেইরি ভোল (Prairie Vole) নামে একটি প্রাণী রয়েছে ৷ এরা আদতে আমাদের চেনা ইঁদুরেরই একটি বিশেষ প্রজাতি ৷ তবে আকারে অনেকটাই ছোট ৷ উত্তর এবং মধ্য আমেরিকায় এদের দেখা পাওয়া যায় ৷ এই প্রেইরি ভোল নিয়েই চলছে গবেষণার কাজ ৷ তাতে জানা যায়, প্রেম, যৌনমিলন কিংবা সন্তান প্রতিপালনের জন্য এই প্রাণীটিকে অক্সিটোসিন হরমোনের সাহায্য নিতে হচ্ছে না ! অথচ, প্রচলিত ধারণা হল, এই সমস্ত আচরণের জন্য দায়ী অক্সিটোসিন হরমোন ৷ যে কারণে একে 'লভ হরমোন'ও (Love Hormone) বলা হয় !

আরও পড়ুন:করোনার কোল্ডস্পট্সই কি ভবিষ্যতে ঠেকাবে ভাইরাসের হানা ?

ভিন্ন মত:

গত 30 বছর ধরে এই ধারণাই সঠিক বলে ধরে নেওয়া হয়েছে ৷ কিন্তু, এখানেই ভিন্ন মত প্রকাশ করছেন আমেরিকার দু'টি ভিন্ন সংস্থার গবেষকরা ৷ তাঁরা বলছেন, আমাদের জীবনে লভ হরমোনের বিশেষ কোনও গুরুত্ব নেই ৷ কারণ, তাঁদের গবেষণা ফলাফল বলছে, স্ত্রী প্রেইরি ভোল অক্সিটোসিনের 'ইশারা' ছাড়াই প্রসব করতে এবং সন্তানের জন্য দুধ উৎপাদন করতে পারে ৷ সেক্ষেত্রে অন্য়ান্য প্রজাতির উপরেও অক্সিটোসিনের প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে ৷ ইতিমধ্য়েই নিউরোন পত্রিকায় এই গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ যা নজর কেড়েছে বিশেষজ্ঞ মহলের ৷

গবেষকরা কী বলছেন:

সংশ্লিষ্ট গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা খুব সহজভাবে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছেন ৷ তাঁরা বলছেন, ধরুন অক্সিটোসিন আদতে একটি প্রেমের পাচন ৷ কিন্তু, মজা হল, প্রেমে পড়ার জন্য এই পাচনের ভূমিকা খুবই কম ৷ আসলে প্রেম থেকে শুরু করে সন্তান প্রসব কিংবা সামাজিক সম্পর্ক স্থাপন, এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ৷ এর সঙ্গে প্রাণীর জিনের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে ৷ অক্সিটোসিন হরমোন সেই সামগ্রিক জটিল প্রক্রিয়ার একটি অংশ হতে পারে ৷ কিন্তু, তার বেশি কিছু নয় ৷

ABOUT THE AUTHOR

...view details