হায়দরাবাদ, 27 মার্চ : আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিভিন্ন অংশ থেকে পাওয়া নতুন ব্যাকটেরিয়াল স্ট্রেন গাছেদের জন্য এমন ‘জ্বালানি’ তৈরি করতে সাহায্য করতে পারে, যাতে সেগুলো কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকে । এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজির সাম্প্রতিক সংখ্যায় ।
এই গবেষক দলের নেতৃত্বে ছিলেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ড. কস্তুরী ভেঙ্কটেশ্বরন, ওয়ার্ল্ডকোয়ান্ট ইনিশিয়েটিভ ফর কোয়ান্টিটেটিভ প্রেডিকশনের সি সি ওয়াং, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপ্পা রাও পোডিলে, যিনি গাছের বৃদ্ধি-ঘটানো ব্যাকটেরিয়ার বিশেষজ্ঞ এবং সিএসআইআরের বিজ্ঞানী ড. রামপ্রসাদ ।
এই ব্যাকটেরিয়াল স্ট্রেন মিথাইলোব্যাকটেরিয়াসি গোত্রের অন্তর্ভূক্ত । পর পর দুটো উড়ানে আইএসএসের বিভিন্ন অংশ থেকে এদের সংগ্রহ করা হয়েছে । একটি স্ট্রেনকে মিথাইলোরুব্রাস রোডেশিয়ানাম প্রজাতির বলে চিহ্নিত করা গেলেও, অন্যদিকে এতদিন পর্যন্ত অজানা ছিল, এবং এটি একেবারেই নতুন একটি প্রজাতি ।