পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

National Mathematics Day: বিশিষ্ট গণিতবিদ রামানুজনের সম্মানে পালিত হয় জাতীয় গণিত দিবস - National Mathematics Day

আজ জাতীয় গণিত দিবস । জেনে নিন এই দিনটি পালনের মূল উদ্দেশ্য । গণিত দিবস কেন পালিত হয় (National Mathematics Day)?

National Mathematics Day News
গণিত দিবস পালিত হয় বিশিষ্ট গণিতবিদ রামানুজনের সম্মানে

By

Published : Dec 22, 2022, 3:11 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: গণিতের সাহায্যে সামাজিক ক্রিয়াকলাপগুলি সহজ এবং মসৃণ হয়ে ওঠে । এটা বললে ভুল হবে না যে প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গণনার ওতপ্রোত সম্পর্ক রয়েছে । আর সমাজের প্রয়োজনে এই উপলব্ধি নিয়ে জাতীয় গণিত দিবস পালন শুরু হয়েছে । প্রত্যেক বছর 22 ডিসেম্বর প্রতিবছর জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয় (National Mathematics Day)।

এই দিনটি পালনের উদ্দেশ্য:-

2012 সালে, মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের 125 তম জন্মবার্ষিকীতে যোগদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসাবে উদযাপন করার আহ্বান জানান । সেই থেকে প্রতি বছর 22 ডিসেম্বর সারাদেশে গণিত দিবস হিসাবে পালিত হয় । দেশের তরুণদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি করা এবং মহান গণিতবিদ রামানুজনের অবদানকে স্মরণ করাই এই দিবসের মূল উদ্দেশ্য ।

গণিতে রামানুজনের অবদান:-

শ্রীনিবাস রামানুজন, মৌলিক গণিতের কোনও আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই, গণিতের বিশ্লেষণ, সংখ্যা তত্ত্ব, অসীম শ্রেণি এবং সিরিজ বিভাজনের মতো বিষয়ে গণিতে অসীম অবদান রেখে গিয়েছেন। তাঁর জীবদ্দশায় রামানুজন অনেক জটিল গাণিতিক সমস্যার সমাধান করেছিলেন ।

তিনি 3,009টি সমীকরণ এবং অসমতা সমাধান করেছেন এবং গাণিতিক ফলাফল তৈরি করেছেন । সবচেয়ে বড় কথা হল ফলাফলের অর্ধেক রামানুজনের নিজস্ব এবং অনন্য । এতে রামানুজন ফান্ডামেন্টালস, রামানুজন থিটা ফাংশন এবং কৃত্রিম ফাংশনের মতো উচ্চ-ক্রমের অপ্রচলিত ফলাফল রয়েছে ।

শ্রীনিবাস রামানুজন কে ?

1887 সালের এই দিনে কিংবদন্তি গণিতবিদ শ্রীনিবাস রামানুজন মহীশূরে জন্মগ্রহণ করেন । প্রথাগত শিক্ষার অভাব সত্ত্বেও, তিনি 12 বছর বয়সে ত্রিকোণমিতিতে দক্ষতা অর্জন করেছিলেন এবং নিজস্ব অনেক তত্ত্ব তৈরি করেছিলেন । 1904 সালে স্কুল শেষ করার পর, রামানুজন কুম্বাকোনম গভর্নমেন্ট কলেজ অফ আর্টসে পড়ার জন্য বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেন । কিন্তু অন্য বিষয়ে ভালো না-করায় চাকরি পাননি তিনি ।

আরও পড়ুন:টুইটার প্রধানের পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ ইলনের

14 বছর বয়সে রামানুজন মাদ্রাজের পসিয়াপ্পা কলেজে ভর্তি হন । দারিদ্র্য সত্ত্বেও তিনি গণিতের অধ্যয়ন ছাড়তে পারেননি । 1912 সালে, ইন্ডিয়ান ম্যাথমেটিকাল সোসাইটির প্রতিষ্ঠাতা রামাস্বামী আইয়ার তাকে মাদ্রাজ পোর্ট ট্রাস্টে ক্লার্কশিপের প্রস্তাব দেন । এর পর রামানুজন তার কাজ ব্রিটিশ গণিতবিদদের কাছে পাঠাতে শুরু করেন ।

রামানুজন 1914 সালে ব্রিটেনে আসেন । সেখানে তিনি কেমব্রিজে যোগ দেন । 1917 সালে রামানুজন লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন । 1918 সালে তিনি রয়্যাল সোসাইটির একজন ফেলো হন । রামানুজন 1919 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। স্বাস্থ্যের অবনতির কারণে তিনি 1920 সালে 32 বছর বয়সে মারা যান ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details