মস্কো, 9 এপ্রিল : দিনকয়েক আগেই বিশ্বের প্রথম ন্যাসাল স্প্রে টিকা হিসেবে ছাড়পত্র পেয়েছে স্পুটনিক ৷ এই স্প্রে ওমিক্রনের নয়া প্রজাতি এক্সই প্রতিরোধে ব্যাপক সক্ষম বলে এবার দাবি করলেন নির্মাতারা ৷ রাশিয়ার গামালেয়া রিসার্চ সেন্টার দাবি করেছে স্পুটনিক-ভি এবং স্পুটনিক-ভি লাইট তো বটেই, স্পুটনিক ভি ন্যাসাল স্প্রে-ও এক্সই প্রজাতির ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম (Nasal spray vaccine form Sputnik will be effective vs Omicron XE) ৷ যে প্রজাতি সর্বাপেক্ষা সংক্রামক হতে পারে বলে আগাম ধারণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷
গামালেয়ার মহামারি এবং মাইক্রোবায়োলজি বিষয়ক গবেষক আলেকজান্ডার গিন্টসবার্গ সংবাদ সংস্থা TASS-কে বলেন, "আমার দৃঢ় বিশ্বাস এক্সই প্রজাতির বিরুদ্ধে স্পুটনিক-ভি ভীষণভাবে উপযোগী হবে কারণ, ওমিক্রনের বিএ1 এবং বিএ2 প্রজাতির মিশেলে তৈরি এই নয়া প্রজাতি ৷ আর স্পুটনিক এই দুই প্রজাতির সংক্রমণের বিরুদ্ধেই কার্যকরী ৷ একইসঙ্গে ন্যাসাল স্প্রে টিকাও এক্স-ই প্রজাতির সংক্রমণ রক্ষায় সচেষ্ট ৷"