পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

Total Solar Eclipse: বছরের শেষ সূর্যগ্রহণ, বঞ্চিত ভারত, পূর্ণগ্রাসের দেখা শুধু আন্টার্কটিকাতেই - বছরের শেষ সূর্যগ্রহণ

শনিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Total Solar Eclipse) । জ্যোতিশ্চক্রের আকারে, কালোচাকতির পিছন থেকে আলোর বিচ্ছুরণ (Baily's Beads During Solar Eclipse), পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এমন রূপ শুধুমাত্র আন্টার্কটিকা থেকেই দেখা গেল ।

last-total-solar-eclipse-of-the-year-is-being-witnessed-by-world
আন্টার্কটিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ।

By

Published : Dec 4, 2021, 1:42 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: বছর শেষ হতে চলেছে । তার আগে শনিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Total Solar Eclipse) । তবে জ্যোতিশ্চক্রের আকারে, কালোচাকতির পিছন থেকে আলোর বিচ্ছুরণ (Baily's Beads During Solar Eclipse), পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এমন রূপ শুধুমাত্র আন্টার্কটিকা থেকেই দেখা গেল । সেন্ট হেলেনা, নমিবিয়া, লেসোথো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ জর্জিয়া, ল্যান্ডউইচ আইল্যান্ড, ক্রোজেট আইল্যান্ড, ফকল্যান্ড আইল্যান্ড, চিলি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশে আংশিক সূর্যগ্রহণই দেখা গিয়েছে । পূর্ণগ্রাস অথবা আংশিক, দু’টির কোনওটিই দেখতে পাচ্ছেন না ভারতের মানুষ ।

আন্টার্কটিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের রূপ ইতিমধ্যেই নেটমাধ্যমে তুলে ধরেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) । সময় ধরে সূর্যগ্রহণের প্রতি সেকেন্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারও করছে তারা । শনিবারের এই সূর্যগ্রহণই চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ । এর আগে, 10 জুন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ।

আরও পড়ুন:মঙ্গলের মাটি একসঙ্গে শুকিয়ে যায়নি, দাবি গবেষণায়

তবে গ্রহণ চলাকালীন খালিচোখে সূর্যের দিকে না তাকানোরই পরামর্শ দিয়ে থাকেন বিজ্ঞানীরা । সূর্যগ্রহণ দেখার বিশেষ ধরনের চশমা অথবা পিনহোল প্রজেক্টর দিয়েই সূর্যগ্রহণ দেখার পরামর্শ দেন তাঁরা । তবে চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেয় সূর্যকে, তখন চশমা খোলা যায় । কারণ তখন সরাসরি সূর্যের আলো চোখে এসে পড়ে না । তবে তারও নিয়ম রয়েছে । চাঁদ আবার সরতে শুরু করলে যদিও চশমা পরে নিতে হবে ।

চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর উপর চাঁদের ছায়া পড়লেই পূর্ণগ্রাস অথবা আংশিক সূর্যগ্রহণ হয় । এর ফলে কিছু জায়গায় সূর্যের আলো পড়ে না । পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখার উপর অবস্থান করে । যেমন অবস্থার পরিবর্তন হয়, তেমন গ্রহণ দেখা যায় । তাই চাঁদের ছায়া যেখানে পূর্ণ ভাবে পড়ে, সেখান থেকেই দেখা যায় শুধুমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ।

আরও পড়ুন:বিরল সুপারনোভা বিস্ফোরণের হদিস পেলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা

নাসা জানিয়েছে, 2023 সালের অক্টোবরে উত্তর আমেরিকায় ফের পূর্ণ বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা যাবে । তার ছ’মাস পর, 2024-এর অক্টোবরে ফের সেখানে সূর্যগ্রহণ দেখতে পাবেন সাধারণ মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details