লখনউ, 22 অগস্ট: চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর অবতরণ এখন কেবল সময়ের অপেক্ষা ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়ে দিয়েছে, 23 অগস্ট বুধবার সন্ধে 6টা 4 মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান 3 ৷ আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে বিকেল 5টা 20 থেকে লাইভ করবে ইসরো ৷ এই ঘটনা রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দেখানো হবে ৷ এর জন্য 23 অগস্ট বুধবার বিকেল 5টা 15 থেকে 6টা 15 পর্যন্ত সমস্ত স্কুল খোলা রাখার জন্য সমস্ত জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক-সহ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষদের নির্দেশ পাঠিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্যের স্কুল শিক্ষার মহাপরিচালক বিজয় কিরণ আনন্দ ৷ ৷
তাঁর কথায়,"মহাকাশ অনুসন্ধানের জন্য ভারতের চন্দ্রযান 3 মিশন একটি উল্লেখযোগ্য মাইলফলক তৈরি করতে চলেছে ৷ চন্দ্রযান 3 -এর সফল অবতরণ ভারতীয় বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ বাচ্চারাও যেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় ৷ তাই সমস্ত স্কুলের বাচ্চাদের চন্দ্রযান 3-এর অবতরণ সংক্রান্ত লাইভ সম্প্রচার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷"