বেঙ্গালুরু, 26 অগস্ট:বুধবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার ৷ ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে চাঁদের পৃষ্ঠে নেমে গিয়েছে প্রজ্ঞান রোভার ৷ এবার প্রজ্ঞানের কাজ শুরু করার পর দ্বিতীয় দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-3 এর একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ৷ ওই ভিডিয়োতে প্রজ্ঞান রোভারকে চাঁদের দক্ষিণ মেরুতে 'শিবশক্তি পয়েন্ট'-এর চারপাশে ঘুরতে দেখা যাচ্ছে ।
শুক্রবার সকাল 11টা 01 মিনিটে সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রজ্ঞান রোভারের চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার তথ্য জানানো হয়েছিল ইসরোর তরফে ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রপৃষ্ঠের ওই অংশের (যে অংশ চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম 23 অগস্ট স্পর্শ করেছিল) নামকরণ করেছেন ‘শিবশক্তি পয়েন্ট’ ৷ তারপরেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে প্রজ্ঞান রোভার কীভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাঁদের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে ৷
কী কাজ করছে রোভার ‘প্রজ্ঞান’ ?
প্রজ্ঞান রোভারের ওজন 26 কেজি ৷ সেটি বিক্রম ল্যান্ডারের একটি সাইড প্যানেলকে ব়্যাম্প হিসেবে ব্যবহার করে চাঁদের পৃষ্ঠে নেমেছে ৷ আপাতত এই রোভারের কাজ ছ’টি চাকার সাহায্যে চাঁদের মাটিতে ঘোরা ৷ চাঁদের মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিশ্লেষণ চালানো ৷ চাঁদের মাটিতে এই রোভার গবেষণা চালাবে পেলোডস এপিএক্সএস (আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার)-এর সাহায্যে ৷ এটি দেখবে চাঁদের মাটি ও পাথরে কী ধরনের উপাদান রয়েছে ৷ আর তা চিহ্নিত করার চেষ্টা করবে ৷