চেন্নাই, 23 অগস্ট: সকলের চোখ এখন চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিকে ৷ ভারতীয় মহাকাশ সংস্থা স্বভাবতই সেদিকে মনোনিবেশ করেছে ৷ এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আজই যথাসময়ে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ এই পরিকল্পনা স্থগিত করার কোনও কারণ এখনও পর্যন্ত নেই ৷ সংবাদসংস্থা আইএএনএসকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন,"পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় অবতরণ নিশ্চিত করা হয়েছে ৷"
আত্মবিশ্বাসের সঙ্গে ইসরো চেয়ারম্যান জানান, ল্যান্ডার বিক্রম সবদিক থেকে ঠিকঠাক রয়েছে ৷ এর আগে তিনি জানিয়েছিলেন, ল্যান্ডার সিস্টেমে সমস্যা থাকলে অবতরণ 27 অগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে ৷ 27 অগস্ট অবতরণের ক্ষেত্রে নতুন ল্যান্ডিং সাইটটি মূল অবতরণ স্থান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে থাকবে ৷ তবে এখনই তেমন কিছু করার দরকার নেই বলে মনে করছে ইসরো ।
ইসরো বলেছে, "সিস্টেম নিয়মিত পরীক্ষা করা হচ্ছে ৷ এখনও সবকিছু মসৃণভাবেই রয়েছে ৷ শক্তি ও উত্তেজনায় মুখরিত মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) ৷ শেষ মুহূর্তে কোনও সমস্যা হলে তবেই প্ল্যান বি অর্থাৎ অবতরণ স্থগিত করার কথা ভাবা হবে ৷ চাঁদের ল্যান্ডারটি তার ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC) দিয়ে ল্যান্ডিং সাইটের ছবি তুলছে ৷"