শ্রীহরিকোটা, 15 নভেম্বর: ভারতের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস' মঙ্গলবার অর্থাৎ আজ লঞ্চ করা হল । হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ 'স্কাইরুট অ্যারোস্পেস' এই ঘোষণা করেছে । স্কাইরুট অ্যারোস্পেস-এর এই প্রথম মিশনটির নাম দেওয়া হয়েছে 'প্রারম্ভ' (Prarambh) যা তিনটি পেলোড বহন করবে এবং শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হয়েছে ।
শুক্রবার সংস্থাটি এক বার্তায় জানিয়েছে, 'হৃদস্পন্দন বাড়ছে । সবার চোখ আকাশের দিকে । পৃথিবী শুনছে ।' সংস্থাটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পবন কুমার চন্দনা এবং স্কাইরুট অ্যারোস্পেসের-সহ প্রতিষ্ঠাতা জানিয়েছেন, সকাল 11.30টায় উৎক্ষেপণ করা হয়েছে ।
কে তৈরি করেছে বিক্রম এস রকেট ?
রকেটটি তৈরি করেছে হায়দরাবাদ ভিত্তিক (Skyroot Aerospace) স্কাইরুট অ্যারোস্পেস কোম্পানি । কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা মিডিয়াকে জানিয়েছেন, বিক্রম-এস রকেটটির নামকরণ করা হয়েছে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং ইসরো প্রতিষ্ঠাতা ড.বিক্রম সারাভাইয়ের নামানুসারে । এই উৎক্ষেপণের নাম দেওয়া হয়েছে মিশন প্রারম্ভ । স্কাইরুট কোম্পানির মিশন লঞ্চের মিশন প্যাচ উন্মোচন করেন ইসরো প্রধান ডঃ এস. সোমনাথ ।