পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

Google working on Pixel Mini: পিক্সেল মিনি স্মার্টফোন নিয়ে কাজ করছে গুগল

স্মার্টফোনটি Pixel 7 সিরিজের অংশ কি না, তা অজানা (Google working on Pixel Mini) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 15, 2022, 10:27 PM IST

সানফ্রান্সিসকো, 15 সেপ্টেম্বর:টেক জায়ান্ট গুগল একটি নতুন পিক্সেল মিনি স্মার্টফোন নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে ৷ যার স্ক্রিনটি বেশ ছোট হতে পারে । সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিকার বলেছেন এই ডিভাইসটির কোডনেম 'নেইলা'। এটিতে একটি সেন্ট্রাল পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে ৷ একই সঙ্গে পিক্সেল 6 এবং পিক্সেল 7 হ্যান্ডসেটে যেমন ভিসার জাতীয় নকশা রয়েছে তেমনই নকশা থাকবে ৷ (Google working on Pixel Mini smartphone) ।

স্মার্টফোনটি Pixel 7 সিরিজের অংশ কি না তা অজানা । অতএব, এটিকে পিক্সেল 7 মিনি বলা যেতে পারে বা নাও হতে পারে । প্রতিবেদন অনুসারে, সাধারণত কোডবেসে যে আপকামিং গুগল প্রোডাক্টগুলি দেখা যায় এক্ষেত্রে তেমনই থাকবে ।

এদিকে, গুগল 6 অক্টোবরে সেকেন্ড জেনারেশন চিপ এবং পিক্সেল ওয়াচ-সহ নতুন পিক্সেল 7 স্মার্টফোনের ঘোষণা করতে প্রস্তুত । মেড বাই গুগল নামে পরিচিত, হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টটিতে নতুন ডিভাইসগুলি দেখা যাবে, যেমনটি এই বছরের শুরুতে কোম্পানির I/O ডেভেলপার কনফারেন্সে দেখিয়েছিল ।

আরও পড়ুন: গুগল বিশ্বের সবচেয়ে বড় ওয়েব DDoS সাইবার আক্রমণকে ব্লক করে

গুগল নিশ্চিত করেছে, পিক্সেল 7 সিরিজটি সেকেন্ড জেনারেশনের টেনসর জি 2 চিপে চলবে । টেনসর চিপটি Samsung এর সঙ্গে অংশীদারিত্বে তৈরি করা হয়েছিল, Google এর মেশিন লার্নিং দক্ষতার সঙ্গে Exynos-এর মতো প্রসেসরগুলিকে উন্নত করে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details