সানফ্রান্সিসকো, 15 সেপ্টেম্বর:টেক জায়ান্ট গুগল একটি নতুন পিক্সেল মিনি স্মার্টফোন নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে ৷ যার স্ক্রিনটি বেশ ছোট হতে পারে । সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিকার বলেছেন এই ডিভাইসটির কোডনেম 'নেইলা'। এটিতে একটি সেন্ট্রাল পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে ৷ একই সঙ্গে পিক্সেল 6 এবং পিক্সেল 7 হ্যান্ডসেটে যেমন ভিসার জাতীয় নকশা রয়েছে তেমনই নকশা থাকবে ৷ (Google working on Pixel Mini smartphone) ।
স্মার্টফোনটি Pixel 7 সিরিজের অংশ কি না তা অজানা । অতএব, এটিকে পিক্সেল 7 মিনি বলা যেতে পারে বা নাও হতে পারে । প্রতিবেদন অনুসারে, সাধারণত কোডবেসে যে আপকামিং গুগল প্রোডাক্টগুলি দেখা যায় এক্ষেত্রে তেমনই থাকবে ।