সান ফ্রান্সিসকো, 19 অক্টোবর:ফ্যামিলি লিংক (Family Link) এবং গুগল টিভিতে (Google TV) বড় বদল আনল গুগল (Google) । নতুন আপডেট আসায় আরও সহজ হয়ে গেল অনলাইন নিরাপত্তাজনিত বিষয়গুলি । জানা গিয়েছে, নতুন আপডেটগুলি ইতিমধ্যেই চালু করা হয়েছে । আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলির সুবিধা নিতে পারবেন অনলাইন উপভোক্তারা ।
- কী রয়েছে এই আপডেটে ?
আপডেট করলে ডিভাইসে যুক্ত হবে 'লোকেশন ট্যাব' (Location Tab) । তাতে ক্লিক করলে অভিভাবকরা তাঁদের ডিভাইসের অবস্থান-সহ একই মানচিত্রে সন্তানকেও নেভিগেট করতে পারবেন (Google to alert Parents) । একই সঙ্গে অভিভাবকরা সন্তানের স্কুল বা ফুটবল অনুশীলনের মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলে বা বেরিয়ে যাওয়ার সময় সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাবেন (Google to alert parents when their kids leave school) ।
একটি ব্লগপোস্টে গুগল জানিয়েছে, 'হাইলাইট ট্যাব'-এ (Highlight Tab) ক্লিক করলে অভিভাবকরা সন্তানের অ্যাপ ব্যবহার, স্ক্রিন টাইম এবং সম্প্রতি ইনস্টল করা অ্যাপের একটি স্ন্যাপশট দেখতে পাবেন । একই সঙ্গে সন্তানের ডিভাইস ট্র্যাক করতে পারবেন তিনি ।