কলকাতা, 14 জানুয়ারি:গুগল হল এ যুগের সবথেকে বড় মুশকিল আসান ! হাতি থেকে হ্য়াম বার্গার, কিংবা কিউবা থেকে কলকাতা, বিশ্বের, এমনকী বহির্বিশ্বের যেকোনও তথ্যতলাশ করতে গুগলের জুড়ি মেলা ভার ! কিন্তু, সাবধান ! চাইলেই কিন্তু গুগলে সবকিছু নিয়ে গবেষণা করা যাবে না ৷ বলা ভালো, সেই কাজ করা উচিত হবে না ৷ কারণ, তাতে আপনার হাতে হাতকড়া পরতে হতে পারে ! হতে পারে হাজতবাস ! আসলে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলি সম্পর্কে গুগলে সার্চ করলেই নির্দিষ্ট প্রযুক্তির সহযোগিতায় সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির হাতে সেই তথ্য পৌঁছে যায় ৷ আর তাদের তদন্তে যদি বেয়াড়া কিছু ধরা পড়ে, তাহলেই চিত্তির ! সটান আইনের লম্বা হাত খপাৎ করে আপনার টুঁটি চেপে ধরবে !
জানেন কি গুগলে কী ধরনের বিষয় সার্চ (Google Search) করলে তা আপনার বিপদ ডেকে আনবে ?
এই তালিকায় রয়েছে অসংখ্য বিষয় ৷ আপাতত তারই কয়েকটি নিয়ে এখানে আলোচনা করা হবে ৷ যেমন-
বোমা তৈরির পদ্ধতি:ধরুন, আপনার ভারী জানতে ইচ্ছা হল, প্রেশার কুকার বম্ব কীভাবে তৈরি করে ! সেই বিষয়ে আপনি একটু খোঁজখবর নেবেন ৷ এক্ষেত্রে আপনার মাথায় যদি কোনও কূটবুদ্ধি নাও থেকে থাকে, তাহলেও পুলিশ আপনার দরজায় পৌঁছে যেতে পারে ৷ কারণ, এই ধরনের সার্চকে ক্ষতিকর ও বিপজ্জনক বলে চিহ্নিত করা হয় ৷ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা দ্রুত সেই তথ্য স্থানীয় থানার কাছে পাঠিয়ে দেয় ৷