ওয়াশিংটন, 31 অক্টোবর: 30 বছরের মধ্যে সব থেকে বড় অ্যান্টি-ট্রাস্ট মামলার সাক্ষ্য দিতে বিস্ফোরক গুগলের সিইও সুন্দর পিচাই ৷ তিনি বলেন, ‘‘গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন করার জন্য অ্যাপল ও অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দিত প্রস্তুত গুগল ৷ সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয় গুগল ৷ ব্যবহারকারীরা যাতে গুগল ব্যবহারে সমস্যায় না-পড়েন তাই টাকা দেওয়ার পক্ষে আমরা ৷’’
এই মামলা নিয়েই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের দাবি, ইন্টারনেট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল খুবই জনপ্রিয় ৷ ইন্টারনেট ব্যবহারকারীরা কোনও কিছু সার্চ করার জন্য গুগলকেই বেশি ব্যবহার করেন ৷ অভিযোগ ছিল, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে অন্যান্য় সার্চ ইঞ্জিনগুলিকে বন্ধ করার জন্য প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেয় গুগল ৷ 2021 সালে 26 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার প্রযুক্তি সংস্থাগুলিকে দিয়েছিল গুগল ৷ তথ্য হিসাবে আদালতে সেই নথি রয়েছে ৷ সেই অ্যান্টি-ট্রাস্ট মামলার সাক্ষ্য দিতে গিয়েই গুগল সিইও সুন্দর পিচাই প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেওয়ার কথা উল্লেখ করেন ৷
গুগলের সিইও সুন্দর পিচাই স্বপক্ষে যুক্তি দিয়ে জানান, সার্চ ইঞ্জিন হিসাবে জনপ্রিয় গুগল ৷ প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেওয়া প্রসঙ্গেই জানান, ডিভাইসের নিরাপত্তা জোরালো করাই মূললক্ষ্য ৷ পাশপাশি সার্চ ইঞ্জিন হিসাবে গুগল যাতে আরও উন্নত হয় তাই জন্য টাকা দেওয়া হয়েছিল স্মার্ট ফোন তৈরির সংস্থাগুলিকে ৷ স্মার্টফোন বা কম্পিউটারে যাতে সহজেই গুগল ব্যবহার করা যায় তার জন্য তিনি টাকা দিয়ে ছিলেন ৷