পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

Google CEO Defends Paying Apple: ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল, টেক-ফার্মকে অর্থপ্রদানেও রাজি পিচাই - গুগল

আদালতের নথিতে বলা হয়েছে, গুগল প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলিকে লক আউট করার জন্য 2021 সালে প্রযুক্তি সংস্থাগুলিকে 26 বিলিয়নেরও মার্কিন ডলার বেশি অর্থ প্রদান করেছে ৷ সেই অ্যান্টি-ট্রাস্ট মামলার সাক্ষ্য দিতে গিয়েই গুগল সিইও সুন্দর পিচাই প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেওয়ার কথা উল্লেখ করেন ৷

Google
গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন করতে টাকা

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:07 PM IST

Updated : Oct 31, 2023, 2:30 PM IST

ওয়াশিংটন, 31 অক্টোবর: 30 বছরের মধ্যে সব থেকে বড় অ্যান্টি-ট্রাস্ট মামলার সাক্ষ্য দিতে বিস্ফোরক গুগলের সিইও সুন্দর পিচাই ৷ তিনি বলেন, ‘‘গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন করার জন্য অ্যাপল ও অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দিত প্রস্তুত গুগল ৷ সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয় গুগল ৷ ব্যবহারকারীরা যাতে গুগল ব্যবহারে সমস্যায় না-পড়েন তাই টাকা দেওয়ার পক্ষে আমরা ৷’’

এই মামলা নিয়েই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের দাবি, ইন্টারনেট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল খুবই জনপ্রিয় ৷ ইন্টারনেট ব্যবহারকারীরা কোনও কিছু সার্চ করার জন্য গুগলকেই বেশি ব্যবহার করেন ৷ অভিযোগ ছিল, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে অন্যান্য় সার্চ ইঞ্জিনগুলিকে বন্ধ করার জন্য প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেয় গুগল ৷ 2021 সালে 26 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার প্রযুক্তি সংস্থাগুলিকে দিয়েছিল গুগল ৷ তথ্য হিসাবে আদালতে সেই নথি রয়েছে ৷ সেই অ্যান্টি-ট্রাস্ট মামলার সাক্ষ্য দিতে গিয়েই গুগল সিইও সুন্দর পিচাই প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেওয়ার কথা উল্লেখ করেন ৷

গুগলের সিইও সুন্দর পিচাই স্বপক্ষে যুক্তি দিয়ে জানান, সার্চ ইঞ্জিন হিসাবে জনপ্রিয় গুগল ৷ প্রযুক্তি সংস্থাগুলিকে টাকা দেওয়া প্রসঙ্গেই জানান, ডিভাইসের নিরাপত্তা জোরালো করাই মূললক্ষ্য ৷ পাশপাশি সার্চ ইঞ্জিন হিসাবে গুগল যাতে আরও উন্নত হয় তাই জন্য টাকা দেওয়া হয়েছিল স্মার্ট ফোন তৈরির সংস্থাগুলিকে ৷ স্মার্টফোন বা কম্পিউটারে যাতে সহজেই গুগল ব্যবহার করা যায় তার জন্য তিনি টাকা দিয়ে ছিলেন ৷

আরও পড়ুন:অসৎ পথে সার্চ ইঞ্জিনের একচ্ছত্র অধিপতি গুগল! অভিযোগ মাইক্রোসফট সিইও নাদেলার

উল্লেখ্য, গুগল ব্যবসা করে যখন ব্যবহারকারীরা বিজ্ঞাপনে ক্লিক করে ৷ সেই আয় অ্যাপল এবং অন্যান্য কোম্পানির সঙ্গে ভাগ করতে হয় গুগলকে ৷ কারণ গুগল এদের ডিফল্ট সার্চ ইঞ্জিন । 25 বছর আগে মাইক্রোসফট এই মামলা দায়ের করেছিল ৷ 12 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা আদালতে বিচার শুরু হয় । সোমবার সমস্ত সাক্ষ্য প্রামাণের ভিত্তিতেই মার্কিন জেলা জজ অমিত মেহতা আগামি বছর শুরু পর্যন্ত এই মামলার রায়দানে স্থগিতাদেশ দিয়েছেন । যদিও দেখা যায় গুগল আইনটি ভঙ্গ করেছে, তাহলে আরও একটি ট্রায়াল হবে ৷ মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া কোম্পানি গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন করার জন্য অ্যাপল এবং অন্যান্য কোম্পানিকে অর্থ প্রদান আপাতত বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে ৷

সূত্র: এপি

Last Updated : Oct 31, 2023, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details