দিল্লি, ৭ ফেব্রুয়ারি : আগামী বছরের শুরুতে বাজারে আসতে চলেছে 5G স্মার্টফোন। স্যামসং ও ভ্যারিজ়ন যৌথ উদ্যোগে এই স্মার্টফোন আনতে চলেছে। চলতি সপ্তাহে হাওয়াইতে কোয়ালকোমের একটি ইভেন্টে এই ঘোষণা করে দুই সংস্থা। ২০২০ সালের মধ্যে 5G স্মার্টফোন আনার ঘোষণা করে অ্যাপল।
ETV Bharat / science-and-technology
আগামী বছর 5G স্মার্টফোন আনছে স্যামসং-ভ্যারিজ়ন - Verizon
স্যামসং ও ভ্যারিজ়ন যৌথ উদ্যোগে অ্যামেরিকায় আত্মপ্রকাশ করবে 5G স্মার্টফোন। এতে থাকবে কোয়ালকোম প্রসেসর।
দুই সংস্থার তরফে ঘোষণা করা হয় আগামী বছরের প্রথমের দিকে অ্যামেরিকায় আত্মপ্রকাশ করবে 5G স্মার্টফোন। এতে থাকবে কোয়ালকোম প্রসেসর। তবে স্মার্টফোনেটির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দুই সংস্থা। চলতি বছর অগাস্ট মাসে স্যামসংয়ের মোবাইল বিভাগের প্রধান জানান, গ্যালাক্সি S10 5G স্মার্টফোন নয়। ফলে কোন সিরিজ়ে এই 5G স্মার্টফোন আসছে তা নিয়ে কৌতুহল থাকছে।
ভ্যারিজ়নের এক কর্তা বলেন, "5G মোবাইল মাধ্যমের একটি নতুন দিগন্ত খুলে দেবে। ডেটা ও অন্যদিক থেকে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে যা তারা আগে পায়নি। স্যামসং ও ভ্যারিজ়ন ব্যবহারকারীদের হাতের মুঠোয় 5G পৌছে দিতে বদ্ধপরিকর।"