মুম্বই, 12 অগাস্ট : স্মার্ট লাইফ ৷ অফিসে থেকে বাড়ি ফেরেননি? কিন্তু ফোনেই দেখতে পাচ্ছেন, রেফ্রিজারেটরে কী আছে, আর কী নেই ৷ বাড়ি থেকে এসে কেউ ফিরে গেল কি না, ধরা পড়ছে CCTV-তে ৷ প্রিয় তারকার ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু কাজের এত চাপের মধ্যে প্রিমিয়ার শো যেতে পারবেন না ? তারও সমাধান রয়েছে ৷ বাড়িতে এসেই দেখতে পারবেন সেই ছবি ৷ কোনও গল্পকথা নয়, জিওর গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে আসছে এই সবকিছুই ৷
দেশের ডেটা পরিষেবার খোলনলচে আপাদমস্তক পাল্টে দিতে চলেছেন মুকেশ আম্বানি । বহু প্রতীক্ষিত গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছে তাঁর সংস্থা রিলায়েন্স জিও ৷ মুম্বইয়ে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে সোমবার এমনই ঘোষণা করলেন মুকেশ ৷ সম্মেলনে তিনি ঘোষণা করেন, '' আগামী ৫ সেপ্টেম্বর জিও-র তিন বছর পূর্তি । ওই দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু করতে চলেছি আমরা । এতে 100 MBPS থেকে 1 GBPS পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা মিলবে । ''