পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

আসছে জিও গিগা ফাইবার, ১০০ MBPS নেট স্পিড, আজীবন ফ্রি কল - Jio Fibre

বহু প্রতীক্ষিত গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছে রিলায়েন্স জিও ৷ আগামী ৫ সেপ্টেম্বর জিও-র তিন বছর পূর্তি । ওই দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু হবে । এতে 100 MBPS থেকে 1 GBPS পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা মিলবে ।

আসছে জিও গিগা ফাইবার, ১০০ MBPS নেট স্পিড, আজীবন ফ্রি কল

By

Published : Aug 12, 2019, 8:44 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

মুম্বই, 12 অগাস্ট : স্মার্ট লাইফ ৷ অফিসে থেকে বাড়ি ফেরেননি? কিন্তু ফোনেই দেখতে পাচ্ছেন, রেফ্রিজারেটরে কী আছে, আর কী নেই ৷ বাড়ি থেকে এসে কেউ ফিরে গেল কি না, ধরা পড়ছে CCTV-তে ৷ প্রিয় তারকার ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু কাজের এত চাপের মধ্যে প্রিমিয়ার শো যেতে পারবেন না ? তারও সমাধান রয়েছে ৷ বাড়িতে এসেই দেখতে পারবেন সেই ছবি ৷ কোনও গল্পকথা নয়, জিওর গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে আসছে এই সবকিছুই ৷

দেশের ডেটা পরিষেবার খোলনলচে আপাদমস্তক পাল্টে দিতে চলেছেন মুকেশ আম্বানি । বহু প্রতীক্ষিত গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছে তাঁর সংস্থা রিলায়েন্স জিও ৷ মুম্বইয়ে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে সোমবার এমনই ঘোষণা করলেন মুকেশ ৷ সম্মেলনে তিনি ঘোষণা করেন, '' আগামী ৫ সেপ্টেম্বর জিও-র তিন বছর পূর্তি । ওই দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু করতে চলেছি আমরা । এতে 100 MBPS থেকে 1 GBPS পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা মিলবে । ''

রিলায়েন্স কর্তা জানান, সারা বিশ্বে যে দামে ডেটা পরিষেবা দেওয়া হয়, তার এক দশমাংশ দামে সাধারণ মানুষের কাছে জিও ফাইবার পরিষেবা পৌঁছে দেবেন তাঁরা । এতে ন্যূনতম খরচ পড়বে 700 টাকা । তাতে 100 MBPS গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ । খরচ পড়বে 700 টাকা থেকে 10 হাজার টাকা । সে ক্ষেত্রে 1 GBPS গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে । এর মাধ্যমে আজীবন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা । আবার মাসে অতিরিক্ত 500 টাকা দিলেই অ্যামেরিকা এবং কানাডায় আনলিমিটেড ISD কল করা যাবে ।

রিলায়েন্সের সঙ্গে চুক্তি হয়েছে এমন কোনও সংস্থার ছবি মুক্তি পেলে, প্রিমিয়ার শো দেখার জন্য আর প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিতে হবে না প্রিমিয়াম গ্রাহকদের । বরং বাড়িতে বসে নৈশভোজ সারতে সারতেই তা দেখা যাবে । তবে 2020-এর মাঝামাঝি সময় থেকে এই পরিষেবা মিলবে, যার নাম রাখা হয়েছে ‘জিয়ো ফার্স্ট ডে ফার্স্ট শো’।

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details