দিল্লি , 24 ডিসেম্বর : বাজারে আসছে ওয়ানপ্লাস স্মার্টওয়াচ । ওয়ানপ্লাস সিইও পিট লাউ জানিয়েছেন, তাঁদের সংস্থা একটি স্মার্টওয়াচ তৈরি করছে, যা সামনের বছরের শুরুর দিকেই বাজারে আসবে । লাউ টুইটে বলেন, “আপনাদের অনেকেই একটি ঘড়ি চেয়েছিলেন, আর আপনারা সপ্তাহের শেষেই শুনে থাকবেন, যে আমরা একটা তৈরি করছি, যা সামনের বছর তাড়াতাড়িই শুরু হবে । ইচ্ছে সত্যিই পূরণ হয় ।”
লঞ্চের দিনক্ষণ বিশদে না জানানো হলেও, মনে করা হচ্ছে যে সামনের বছরের প্রথম কোয়ার্টারেই তা বাজারে আসতে পারে । ওয়্যার ওএস উন্নত করতে ওয়ানপ্লাস গুগলের সহযোগিতায় কাজ করছে । কিন্তু ওয়ানপ্লাস ওয়াচ গুগলের প্ল্যাটফর্মেই কাজ করবে কি না, সেটা স্পষ্ট নয় । স্মার্টওয়াচে থাকতে পারে স্ন্যাপড্রাগন ওয়্যার সিস্টেম-অন-চিপ । সম্ভবত, সম্প্রতি তৈরি হওয়া স্ন্যাপড্রাগন ওয়্যার 4 হাজার 100 ব্যবহার করা হবে ।