কুপুটিনো : অ্যাপেল ওয়াচের নতুন প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল ৷ ডায়নামিক ওয়াচ ফেস সহ ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে 7 হাজার 900 টাকা ৷ এবং প্রাইড এডিশন নাইকি স্পোর্টস লুপের দাম পড়বে 3 হাজার 900 টাকা ৷
বিবিধ এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটিকে সাহায্য করতে 2016 সালে অ্যাপেল বাজারে আনে তাদের ওয়াচ প্রাইড এডিশন ৷
অ্যাপেল সিইও টিম কুক বলেন, ‘‘ অনেকগুলি ফ্রন্টের মধ্যে, বিবিধ ও ছোট ছোট সম্প্রদায় গুলির সম্যতার লক্ষ্যে এখনও অসম্পূর্ণ যে কাজ চলছে, অ্যাপেল তাকে সমর্থন করে ৷ আমরা এই গর্বের মরশুমের ইতিহাসকে সম্মান ও উৎযাপন করার জন্য যথেষ্ট সুযোগ দিতে চাই ৷’’
এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটির গর্বের পতাকার রামধনূ রং দক্ষতার সঙ্গে দা প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপে দেওয়া হয়েছে ৷ যা জেনারেশনের পর জেনারেশন এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের আন্দোলনের ইতিহাসকে বর্ণনা করে ৷