হায়দরাবাদ, 6 ডিসেম্বর: আবারও ফাঁস হল টুইটার ডেটা। আবারও কোটি কোটি ব্যবহারকারীর গোপন তথ্য চুরি করেছে হ্যাকাররা । এবার 20 কোটিরও বেশি ব্যবহারকারীর টুইটার অ্যাকাউন্ট এবং তাদের নিবন্ধিত ইমেল ঠিকানা হ্যাক হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে (Email addresses of over twenty crore Twitter users Leaked)। যেসব ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে তাদের মধ্যে সেলিব্রিটি এবং ক্রীড়াবিদ রয়েছেন । তবে কে বা কারা এই হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়।
নিরাপত্তা বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা টুইটারের দুই কোটিরও বেশি ব্যবহারকারীর ই-মেল ঠিকানা চুরি করে বিক্রির জন্য রেখে দিয়েছে । ইসরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং অর্গানাইজেশনের ইনস্টলার অ্যালান গাল বলেছেন, "এই হ্যাকিংটি বড় আকারে করা হয়েছে ।" নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সরকার বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য এই টুইটার আইডি ব্যবহার করা যেতে পারে।
হ্যাক করার পিছনে হ্যাকারদের পরিচয় এবং অবস্থান সম্পর্কে কোনও সূত্র নেই । এটি 2021 সালের প্রথম দিকে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। হ্যাকিংয়ের আকার এবং সুযোগ সম্পর্কে দাবিগুলি ডিসেম্বরের শুরুতে অ্যাকাউন্টগুলির থেকে আলাদা ছিল ৷ 400 মিলিয়ন ইমেল ঠিকানা এবং ফোন নম্বর চুরি হয়েছে বলে জানা গিয়েছে ৷