হায়দরাবাদ, 17 জানুয়ারি: স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপের প্রয়োজন খুবই বেশি । কথা বলা থেকে, মেসেজ পাঠানো কিংবা ফাইল শেয়ার করতে অনেকেরই প্রথম পছন্দ হোয়াটসঅ্যাপ (Salient Features of WhatsApp)। মজার কথোপকথন থেকে শুরু করে বোর্ডরুম মিটিং, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কিছুই হয় আজকাল । আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এই 65,536 সংখ্যাটির বিশেষ তাৎপর্য আছে ।
হোয়াটসঅ্যাপ পাঠানো যেতে পারে এমন প্রতিটি মিডিয়া ফাইলের জন্য একটি সীমা আছে । তার মানে টেক্সট, ফটো, ভিডিয়ো অডিয়ো, ডকুমেন্ট আপনি যা কিছু শেয়ার করতে চান তা নির্দিষ্ট আকারের বাইরে পাঠানো যাবে না । এছাড়াও, হোয়াটসঅ্যাপে 65,536টির বেশি অক্ষর পাঠানো সম্ভব নয়। আপনি যদি 65,537 অক্ষর টাইপ করার চেষ্টা করেন তাহলেও প্রথম 65,536টি অক্ষরই দেখা যাবে ।
আরও পড়ুন:হোয়াটসঅ্যাপে আরেকটি ফিচার ! ডিলিট হয়ে যাওয়া মেসেজ সেভ করা যাবে