নয়াদিল্লি : একটি নতুন রিপোর্ট অনুযায়ী, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ও ডেটা সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পেতে শুরু করেছে । এই ক্ষেত্রে ন্যানোডিগ্রি প্রোগ্রামগুলির মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ডিপ লার্নিং ও ডেটা ইঞ্জিনিয়ারিং ।
2020 সালে ন্যানোডিগ্রি প্রোগ্রামগুলির সবচেয়ে বেশি অংশ ছিল কর্নাটকের সিলিকন ভ্যালিতে অবস্থিত সংস্থা উডাসিটি নামে একটি সংস্থার কাছে । এই রিপোর্ট তারাই দিয়েছে । সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ডিপ লার্নিং এর চাহিদার 24 শতাংশ এবং ডেটা ইঞ্জিনিয়ারিং এর মোট চাহিদার 34 শতাংশ কর্নাটক থেকে এসেছে । এআই প্রোডাক্ট ম্যানেজার (38 শতাংশ) ও প্রোডাক্ট ম্যানেজার (60 শতাংশ) এর চাহিদাও ওই রাজ্যে সবচেয়ে বেশি ।
মহারাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় ন্যানোডিগ্রি প্রোগ্রাম হল ডেটা সায়েন্স ও ডিপ লার্নিং । এই ক্ষেত্রে যত নাম নথিভুক্ত হয়, তার 40 শতাংশ আসে এই রাজ্য থেকে । মূলধারার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নয়াদিল্লি একেবারে সামনের সারিতে রয়েছে । সি++ ও ফুল স্ট্যাক ওয়েব ডেভলপারের চাহিদা যথাক্রমে 22 শতাংশ ও 23 শতাংশ । এই অঞ্চলে ন্যানোডিগ্রি প্রোগ্রামের ডেটা অ্যানালিস্টের চাহিদাও অনেক বেশি । জাতীয় রাজধানী অঞ্চল থেকে এই ক্ষেত্রে নাম নথিভুক্ত করা হয়েছে 21 শতাংশ ।
আরও পড়ুন : ই-লার্নিং, এক নতুন বাস্তব
ওই রিপোর্টে বলা হয়েছে যে যত স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ইঞ্জিনিয়ার রয়েছেন, তার অর্ধেক আসেন তামিলনাড়ু থেকে । 2020 সালে স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ইঞ্জিনিয়ারদের মধ্যে 50 শতাংশের বেশি এসেছে ওই রাজ্য থেকে । কতজন নাম নথিভুক্ত করিয়েছে, তার উপর ভিত্তি করে এই তথ্য তৈরি হয়েছে । এর মাধ্যমে রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চাহিদার পরিমাণ তুলে ধরা হয়েছে ।