হায়দরাবাদ, 16 ডিসেম্বর : মিম আমাদের হাসায় । সরাসরি নানা গ্রুপে পৌঁছে যায় মেসেজ । শুধু তাই নয়, যখন আমরা পরিবার ও বন্ধুদের থেকে দূরে রয়েছি, তখন সেই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে মিম আমাদের সাহায্য করে । যখনই মনখারাপ, তখনই হাজির মিম ।
2020-র কয়েকটি ফেভারিট মিম হল :
"এমন এক নারী বেছে নাও যে সব করতে পারে" - 74 তম জন্মদিনের কয়েকদিন পর আমাদের প্রিয় 'নাইন টু ফাইভ' নায়িকা ইনস্টাগ্রামের সাহায্যে বোঝালেন যে তিনিই সেই নারী, যিনি সবকিছু করতে পারেন । পোস্ট করলেন নিজের বিভিন্ন সোশাল মিডিয়া লুকের মিম । শুরু করলেন এক নতুন চ্যালেঞ্জের খেলা, যা সবাই উপভোগ করবেন ।
"শেষ ডিটেইল সত্যিই গুরুত্বপূর্ণ, একটা ভালো মার্টিনি গ্লাস"- সময় থমকে গেছে মনে হলেও, পপ কালচার কখনও থামে না । সেলেবরা এমন সব মুহূর্ত তৈরি করেন, যাতে আমরা সবাই বুঁদ হয়ে থাকি ।
"আশা করি এই ইমেল দেখবে যে তুমি ভালো আছ"- মিমের ক্ষেত্রে কখনও কখনও কোনও কারণ থাকে না । তা শুধুই মজার ।