নয়াদিল্লি, 16 নভেম্বর: এখন ফোন থেকে স্ট্রিমিং অ্যাপ, সবই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ৷ প্রায়শই সকলে একইরকম পাসওয়ার্ড রাখেন ৷ কিন্তু জানেন 2023 সালে বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডটি কি ?
123456, এটি এ বছর বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড ৷ এই নম্বরটিকেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ ব্যবহার রেখেছে পাসওয়ার্ড হিসাবে ৷ এমনটা অবশ্য আমাদের দাবি নয়, উঠে এসেছে একটি নয়া রিপোর্টে ৷ আর এই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ড পাস ৷ কোম্পানির দাবি, 2023 সালে সারা বিশ্বের মানুষ তাদের স্ট্রিমিং অ্যাকাউন্টের জন্য সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেছে । একটি নির্দিষ্ট স্থান নির্দেশ করে এমন শব্দগুলিও মানুষের পাসওয়ার্ডে পাওয়া গিয়েছে । ইন্টারনেট ব্যবহারকারীরা বিশ্বব্যাপী প্রায়শই অনুসন্ধান করে দেশ বা শহরের নাম এবং ভারতও এর ব্যতিক্রম নয় ৷ দেশের নামে পাসওয়ার্ডের তালিকায় 'ইন্ডিয়া@123' শীর্ষে রয়েছে ।
'অ্যাডমিন' শব্দটি সম্ভবত এমন একটি পাসওয়ার্ড যা লোকেরা পরিবর্তন করতে বিরক্ত বোধ করেন ৷ তাই এটি ভারত এবং অন্যান্য অনেক দেশে এই বছরের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে একটি ৷ গত বছরের বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 'পাসওয়ার্ড' ৷ এবারেও সেই পাসওয়ার্ড ছাড়তে পারেননি অনেকে ৷ ইন্টারনেট ব্যবহারকারীরা পরিবর্তচ পাসওয়ার্ড ছাড়েনি। ভারতে, 'পাসওয়ার্ড', 'পাস@123', 'পাসওয়ার্ড@123 মতো পাসওয়ার্ডগুলি এই বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ৷