পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / opinion

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ভারতের পেনসিল জেলা হিসেবে পরিচিত হতে চলেছে - South Kashmir's Pulwama

90-র আগে ভারত পেনসিল শিল্পের জন্য কাঠ জার্মানি ও চিনের মতো দেশ থেকে আমদানি করত । কিন্তু এখন শুধুমাত্র পুলওয়ামা জেলা থেকেই মোট প্রয়োজনের 70 শতাংশ কাঠ পাওয়া যায় । পেনসিল তৈরি করার জন্য যথাযথ ভাবে পপলার কাঠের প্রয়োজন হয় । আর এই পপলার গাছ দক্ষিণ কাশ্মীরের ওই জেলায় প্রচুর পরিমাণে তৈরি হয় ।

pulwama
pulwama

By

Published : Sep 29, 2020, 7:09 PM IST

সরকার সম্ভবত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলাকে পেনসিল জেলা হিসেবে ঘোষণা করতে চলেছে । কারণ, সেখানে প্রচুর পরিমাণে পেনসিল স্লেট তৈরি হয় । পুলওয়ামা জম্মু ও কাশ্মীরের একমাত্র জেলা যেখানে এই কাঠের তৈরি স্লেটগুলি তৈরির একাধিক কারখানা রয়েছে । যা গত কয়েক বছর ধরে কাজ করছে ।

90-র আগে ভারত পেনসিল শিল্পের জন্য কাঠ জার্মানি ও চিনের মতো দেশ থেকে আমদানি করত । কিন্তু এখন শুধুমাত্র পুলওয়ামা জেলা থেকেই মোট প্রয়োজনের 70 শতাংশ কাঠ পাওয়া যায় । পেনসিল তৈরি করার জন্য যথাযথ ভাবে পপলার কাঠের প্রয়োজন হয় । আর এই পপলার গাছ দক্ষিণ কাশ্মীরের ওই জেলায় প্রচুর পরিমাণে তৈরি হয় ।

Covid 19-র জন্য স্লেট তৈরির শিল্প ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । তা সত্ত্বেও সরকার পুলওয়ামাকে পেনসিল জেলা হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে । এই শিল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন যে, এই বছরের শুরুতে কোভিডের জেরে লকডাউনের জন্য স্কুল বন্ধ হয়ে যায় ৷ তার জন্য তাঁরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন । পেনসিলের চাহিদা মারাত্মক ভাবে কমে গিয়েছে । এর জন্যই তাঁদের ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে । এই শিল্পে যে ধাক্কা এসেছে, তার জন্য অনেক কর্মীকে কাজ হারাতে হয়েছে । তাঁদের আরও অভিযোগ যে প্রশাসন এই সংকটের সময় তাঁদের সাহায্য করেনি ।

কিছু কারখানার মালিক কথা বলেছেন ETV ভারতের সঙ্গে:

  1. কারখানার মালিকরা জানিয়েছেন যে, এই স্লেট তৈরির শিল্পের সঙ্গে অনেক মানুষ জড়িত । তাঁদের জীবন যাপন এই শিল্পের উপর সম্পূর্ণ রূপে নির্ভরশীল ।
  2. একটি কারখানার মালিক ওয়ালি মুহাম্মদ দার ETV ভারতকে বললেন, ‘‘আমরা পেনসিলের জন্য কাঠের স্লেট তৈরি করি । তারপর সেটাকে জম্মুতে অবস্থিত পেনসিল শিল্পের কাছে পাঠিয়ে দিই । আমরা এখানে পেনসিল তৈরি করি না । কারণ, পরিবহণের খরচের জন্য উপত্যকায় পেনসিল তৈরি করা খুবই খরচ সাপেক্ষ বিষয় ।’’
  3. কারখানার মালিকরা মনে করেন পুলওয়ামাকে পেনসিল জেলা হিসেবে ঘোষণা করলে, তাতে যে শুধু আয় বৃদ্ধি পাবে, তা নয় । কাজের সুযোগও তৈরি হবে ।
  4. এই স্লেট উৎপাদন কারখানাগুলি কোভিডের জেরে লকডাউনের জন্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । সরকার কোন ধরনের পদেক্ষপ করলে এই স্লেট উৎপাদন কারখানাগুলির সুবিধা হবে, তা এখনও দেখা যায়নি ? পুলওয়ামাকে পেনসিল জেলা হিসেবে ঘোষণা করার মাধ্যমে সরকার এই শিল্পের জন্য ভালো কিছু পদক্ষেপ করবে বলেও আশা করছেন এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা ।

ড. জাহুর

জেনারেল ম্যানেজার, GIC

ABOUT THE AUTHOR

...view details