কোরোনা ভাইরাস আমাদের জীবনকে অকল্পনীয়ভাবে বদলে দিয়েছে । সামাজিক দূরত্ব হয়ে উঠেছে নিউ নর্মাল, আর জাঁকজমকপূর্ণ ভারতীয় বিবাহ অনুষ্ঠান এখন ছোট, এবং আরও আন্তরিক হয়ে উঠেছে । ছোটই এখন বড়র মর্যাদা পাচ্ছে ।
কী ছিল তাই নিয়ে দুঃখ করার বদলে যুগলরা এবং নতুন পরিস্থিতির রুপোলি রেখার দিকে ছুটছেন । অতিথি তালিকায় নিষেধাজ্ঞা আরোপ হওয়ার ফলে, অনেকেই এই সুযোগে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং-এর স্বপ্নকে সফল করছেন ।
এই প্যানডেমিকে বাজেটের চিন্তা না করেই কোনও চমকপ্রদ জায়গায়, এমনকী শহরের বাইরেও গাঁটছড়া বাঁধার সুযোগ এনে দিয়েছে । পকেটে চাপ পড়বে না, এমন ডেস্টিনেশন ওয়েডিং আর কোনও কষ্টকল্পনা নয় । ওয়েডিংজ় ডট ইনের বিশেষজ্ঞরা পাঁচটি এমন বাজেট-ফ্রেন্ডলি শহরের কথা জানালেন, যেখানে ছোট্ট করে স্বপ্নের বিয়েটা আয়োজন করা যায় ।
গোয়া
রৌদ্রস্নাত সমুদ্রতট আর অসাধারণ দৃশ্য নিয়ে, গোয়া হল অন্তরঙ্গ ও আনন্দের বিয়ের অনুষ্ঠানের জন্য আদর্শ জায়গা । যুগলরা বিপুল খরচ না করেই একটা দুর্দান্ত রিচ রিসর্টকে তাঁদের বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নিতে পারেন । গোয়ায় সাধ্যের মধ্যেই প্রাইভেট বিচ আছে এমন রিসর্ট, পুরনো স্টাইলের পর্তুগিজ সরাইখানা এবং বাজেট-ফ্রেন্ডলি হোম স্টে রয়েছে । সড়ক, বিমান ও রেলপথে সহজে পৌঁছনোর পাশাপাশি, গোয়ায় এমন অনেক রেস্তোঁরাঁ রয়েছে, যেখানে একইসঙ্গে স্থানীয় এবং কন্টিনেন্টাল ফ্লেভারের মেলবন্ধন মেলে, আর তাই ছোট আকারে বিয়ের অনুষ্ঠানের জন্য এটা আদর্শ জায়গা ।
জয়পুর
গোলাপি শহর বলে পরিচিত জয়পুরে রাজকীয় ইতিহাস ও সংস্কৃতি রয়েছে । জনপ্রিয় ট্যুরিস্ট হটস্পট হওয়ার পাশাপাশি, এটি বিয়ের জন্যও যথাযথ গন্তব্য । জয়পুরে হাল আমলের প্রচুর বুটিক গেস্ট হাউস এবং হোম স্টে রয়েছে, যেগুলো সাধ্যের মধ্যে এবং সীমিত অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য আদর্শ । হোম স্টে এবং ইন গুলিতে নবদম্পতিরা বাছাই করা খাবার পছন্দ করতে পারেন, পছন্দমতো ডাইনিং ব্যবস্থা সহ অনেককিছুই করতে পারেন । জয়পুরও ভারতের সমস্ত বড় শহরের সঙ্গে সহজেই সংযুক্ত এবং মিনি ওয়েডিংয়ের আদর্শ গন্তব্য ।