কলকাতা, 31 জানুয়ারি:করোনাভাইরাসে (Coronavirus can stay in body for 7 months) আক্রান্ত হলে আগে 14 দিন, আর এখন 7 দিন আইসোলেশনে থাকার বিধি নির্ধারিত হয়েছে এ দেশে ৷ তারপরই স্বাভাবিক জীবন শুরু করে দেন মানুষজন ৷ তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য ৷ তাঁদের রিপোর্টে দাবি করা হয়েছে, মানবদেহে 232 দিন (COVID can remain active for over 7 months) পর্যন্ত স্থায়ী থাকতে পারে করোনাভাইরাস ৷ কাজেই একজন আপাত ভাবে সেরে ওঠার পরও তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসতে পারে এবং তাঁর উপসর্গগুলিও দীর্ঘকাল স্থায়ী হতে পারে ৷
ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট, সাওপাওলো বিশ্ববিদ্যালয় ও ব্রাজিলের অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশনের গবেষকরা 38 জন করোনা রোগীকে নিয়ে একটি গবেষণা চালিয়েছেন ৷ যতদিন না পর্যন্ত সেই রোগীরা (research on covid patients) পরপর 2-3 বার আরটি-পিসিআর-এ নেগেটিভ হয়েছেন, ততদিন তাঁদের উপরে নজর রাখা হয় ৷ এই 38 জন রোগীর মধ্যে দু'জন পুরুষ ও একজন মহিলার ক্ষেত্রে দেখা গিয়েছে যে, 70 দিন পর্যন্ত তাঁদের শরীরে ছিল ভাইরাস ৷ এর থেকেই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা ৷ ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই গবেষণার রিপোর্ট ৷
প্রতিবেদনের প্রথম লেখক মারিয়েল্টন দস পাসোস কুনহা এ ব্যাপারে বলেছেন, "এই ফলাফলের উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারি যে, সার্স-কোভ-2-এ আক্রান্তদের 8 শতাংশ রোগীর থেকে 2 মাসেরও বেশি সময় পর অন্য কেউ সংক্রমিত হতে পারেন ৷ সংক্রমণের চূড়ান্ত অধ্যায়ে কোনও উপসর্গ নাও থাকতে পারে রোগীর ৷" গবেষকরা জানিয়েছেন, 38 বছরের এক পুরুষ মৃদু উপসর্গ নিয়ে 20 দিনের জন্য কোভিড-19-এ আক্রান্ত হয়েছিলেন ৷ তবে তাঁর শরীরে 232 দিন পর্যন্ত করোনাভাইরাস স্থায়ী হয়েছে এবং ক্রমাগত চরিত্র বদল করে গিয়েছে ৷
আরও পড়ুন: Corona Update in India : দেশে সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু