সঙ্কটের মধ্যে দিয়ে এগিয়ে চলা দ্রুতগতির পৃথিবীতে রিল্যাক্সড থাকাটা একটা চ্যালেঞ্জ । ব্যস্ত রুটিনের মধ্যে স্ট্রেসমুক্তির জন্য সময় বার করাটা কঠিন, তা সে ওয়ার্ক ফ্রম হোম হলেও । আপনার শুধু প্রয়োজন একটা দৈনিক স্বাস্থ্যকর অভ্যেস, যা আপনার মন, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখবে ।
অ্যারোমাথেরাপি হল এমনই এক সমাধান, যা পজিটিভিটি বাড়িয়ে, স্ট্রেস কমিয়ে আপনাকে চাঙ্গা রাখে এবং আপনার বাড়িকে দুর্দান্ত সুগন্ধে ভরিয়ে রাখে । এ হল সেই ধরণের বিকল্প থেরাপি, যেখানে এসেনশিয়াল অয়েল ও অন্যান্য সুগন্ধী ভেষজ ব্যবহার করা হয়ে থাকে । ঘ্রাণ হচ্ছে সবথেকে শক্তিশালী ইন্দ্রিয়, এবং এর মাধ্যমে মস্তিষ্কের কাজকর্মে প্রভাব ফেলে ।
মিসা ক্যান্ডলসের সিইও হরগুণ জয়সওয়াল অ্যারোমাথেরাপির কিছু গুণাগুণের কথা আমাদের জানালেন ।
মোমবাতি অ্যারোমাথেরাপির ক্ষেত্রে খুবই ভাল কাজ করে । বাতি জ্বালানো হচ্ছে সেই সহজতম এবং সবথেকে কার্যকর পদ্ধতিগুলোর একটা, যার মাধ্যমে মুড চাঙ্গা হয় এবং পরিবেশ থেকে আমরা ইতিবাচকতাকে আত্মস্থ করি । এতে একটা স্বস্তিদায়ক আভা তৈরি হয়, এবং ধোঁয়া সৃষ্টিকারী ধূপকাঠির থেকে এটা বেশি বাস্তবসম্মত । অ্যারোমা ক্যান্ডেলকে ধ্যানের কেন্দ্রবিন্দু হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে ।
বিভিন্ন মানসিক অবস্থার মোকাবিলা করতে সাহায্য করে অ্যারোমাথেরাপি । এতে শুধু স্ট্রেস, উত্তেজনা আর দুশ্চিন্তা কমে তাই নয়, পাশাপাশি মাথার যন্ত্রণা ও মাইগ্রেন সৃষ্টিকারী নার্ভকেও শান্ত করে । এতে অস্বস্তি কমে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, ভাল ঘুম হয় এবং মন চাঙ্গা হয় ।