পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

398 প্ল্য়ানের মেয়াদ বাড়াল বিএসএনএল

আজ সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আরও 90 দিন ওই প্ল্য়ানটি বাড়ানো হয়েছে ৷ আজ থেকে শুরু করে ওই প্ল্য়ানটি শেষ হবে জুলাই মাসের 8 তারিখ ৷ ওইদিনের মধ্য়ে কোনও গ্রাহকরা 398 টাকার প্ল্য়ান রিচার্জ করলে সাধারণ প্ল্য়ানের থেকে আরও বেশি সুবিধা পাবেন ৷

BSNL
BSNL

By

Published : Apr 10, 2021, 4:59 PM IST

বিএসএনএল গ্রাহকদের জন্য় সুখবর ৷ আরও 90 দিন বাড়ানো হচ্ছে 398 টাকার প্ল্য়ানের মেয়াদ ৷ গ্রাহকরা চাইলে ওই প্ল্য়ান দিয়ে ফের রিচার্জ করতে পারবেন ৷

চলতি বছরের জানুয়ারি মাসে সাময়িক সময়ের জন্য় 398 টাকার প্ল্য়ানটি নিয়ে আসে ৷ এমাসের 9 তারিখ প্ল্য়ানটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ৷ অর্থাৎ 9 তারিখের মধ্য়ে রিচার্জ করার সুযোগ পেতেন গ্রাহকরা ৷

আরও পড়ুন-লিঙ্কডিনের 500 মিলিয়ন ব্য়বহারকারীর তথ্য় লিক !

কিন্তু আজ সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আরও 90 দিন ওই প্ল্য়ানটি বাড়ানো হয়েছে ৷ আজ থেকে শুরু করে ওই প্ল্য়ানটি শেষ হবে জুলাই মাসের 8 তারিখ ৷ ওইদিনের মধ্য়ে কোনও গ্রাহকরা 398 টাকার প্ল্য়ান রিচার্জ করলে সাধারণ প্ল্য়ানের থেকে আরও বেশি সুবিধা পাবেন ৷

কী কী সুবিধা রয়েছে

398 টাকার প্ল্য়ানে 30 দিনের জন্য় আনলিমিটেড ডেটা ব্য়বহারের সুযোগ পাবেন গ্রাহকরা ৷ পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা রয়েছে ৷ সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি মেসেজ করার সুযোগ পাওয়া যাবে ৷

সংস্থার তরফে বলা হয়েছে এই প্য়াকে গ্রাহকরা যে ডেটা ব্য়বহার করার সুযোগ পাবেন তা পুরোটাই হাইস্পিড ৷ এর জন্য় অতিরিক্ত কোনও প্য়াক রিচার্জ করার প্রয়োজন নেই ৷

ABOUT THE AUTHOR

...view details