জুন মাস থেকে ৫G-র ট্রায়াল রান শুরু হচ্ছে ভারতে। তিন মাস অর্থাৎ অগাস্ট মাস পর্যন্ত চলবে এই ট্রায়াল রান। টেলিকম মন্ত্রকের প্যানেল ৫G ট্রায়ালের অনুমতি দেয়।
আগামী তিন মাসের জন্য ৫G নেটওয়ার্কে ট্রায়াল রানের জন্য এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও জিওকে অনুমতি দিয়েছে। প্রয়োজন পড়লে সেই সময়সীমা একবছর পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে টেলিকম মন্ত্রকের প্যানেল।
সূত্রের খবর, স্যামসং, নোকিয়া ও এরিকসনকে তাদের হ্যান্ডসেটে ৫G-র ট্রায়াল রানের অনুমতি দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রায়াল রানের লাইসেন্স দিয়ে দেওয়া হবে সংস্থাগুলিকে। জুন মাস থেকে ট্রায়াল রান শুরু করবে সংস্থাগুলি।
সূত্রের খবর, জিও স্যামসংয়ের সঙ্গে যুক্ত হয়ে এই ট্রায়াল রান করবে। অন্যদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া নোকিয়ার সঙ্গে যুক্ত হবে। ট্রায়াল রান শেষ হওয়ার পর অক্টোবর মাসে ৫G-র স্পেকট্রাম বাজারে ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার।