ফিনল্যান্ড, 28 ডিসেম্বর: পরিবারে ওবেসিটির পিছনে অন্যতম কারণ হল মস্তিষ্কের কার্যকারিতা সংক্রান্ত পরিবর্তন (Brain reveals the risk for developing obesity) ৷ সাম্প্রতিক একটি গবেষণায় (Study on obesity) এই তথ্য উঠে এসেছে ৷ এই গবেষণা প্রকাশিত হয়েছে 'ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটি'তে (international journal of obesity) ৷
বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে স্থূলতার সমস্যা ৷ ওবেসিটি প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে চলছে নানা গবেষণা ৷ নয়া গবেষণায় দাবি করা হয়েছে যে, মস্তিষ্কে ইনসুলিন সেনসিটিভিটি ও নিউরোট্রান্সমিটার ফাংশনের পরিবর্তনের সঙ্গে জড়িত ওবেসিটি ৷ এই পরিবর্তনগুলিকেই ক্ষিদে বৃদ্ধি ও অত্যধিক খাওয়ার ব্যাখ্যা হিসেবে ধারা যেতে পারে ৷
আরও পড়ুন:Stay Happy In Life : কয়েকটা জিনিস মেনে চললেই দূরে থাকবে মানসিক অবসাদ
ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিন অফ দ্য ইউনিভার্সিটি অফ তুর্কুর ডিরেক্টোরাল ক্যান্ডিডেট তাতু ক্যান্টোনেন জানিয়েছেন, ব্যক্তি স্থূল হওয়ার আগে থেকেই তাঁর মস্তিষ্কের পরিবর্তনগুলির লক্ষ্যণীয় হয় কি না, এবং এই পরিবর্তনের জেরে ভবিষ্যতে স্থূলতা বৃদ্ধির ঝুঁকি বৃদ্ধি পায় কি না, তা এখনও স্পষ্ট নয় ৷