হোয়াটসঅ্য়াপের অডিয়ো নোট শোনার ক্ষেত্রে আরও সুবিধা দিতে বিশেষ ফিচার আসছে সংস্থাটি ৷ সপ্তাহ খানেক আগেই সেই খবর সামনে আসে ৷ এবার পাবলিক বেটা ভার্সনে সেটির টেস্টিং শুরু হল ৷ অ্য়ান্ড্রয়েড বেটা 2.21.9.4 ভার্সনের অ্য়াপটি কিছু সংখ্য়াক ব্য়বহারকারীর ফোনে দেওয়া হয়েছে ৷ এবং তাঁরাই পুরো প্রক্রিয়াটির টেস্টিং করছেন ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও সম্পূর্ণভাবে ওই ফিচারটি প্রস্তুত করা সম্ভব হয়নি ৷ ফিচারটির বেশ কিছু কাজ এখনও বাকি আছে ৷ আর তারপর সম্পূর্ণ ভার্সটির টেস্টিং হলে সেটি সব ব্য়বহারকারীর জন্য় ছাড়া হবে ৷
আরও পড়ুন- শেষ দফার 23% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, খুনে অভিযুক্ত 6