সান ফ্রান্সিসকো, 13 এপ্রিল: হেট স্পিচের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ টেক জায়েন্ট গুগলের ৷ ইউ টিউব ভিডিয়োতে বিজ্ঞাপনের কিওয়ার্ডস হিসেবে যে কুত্সামূলক বক্তব্য ব্যবহার করা হয়ে থাকে, সে রকম বহু কনটেন্টকে ব্লক করা হয়েছে বলে গুগলের তরফে জানানো হয়েছে ৷
বিজ্ঞাপনদাতারা ইউ টিউবের কোন ভিডিয়োতে বিজ্ঞাপন দেবেন, তা ঠিক করতে "হোয়াইট লাইভস ম্যাটার" ও "হোয়াইট পাওয়ার" লিখে সার্চ করে থাকেন ৷ মার্কআপের এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে ভার্জ ৷ রিপোর্টে এটাও দেখা গিয়েছে যে, যে বিজ্ঞাপনদাতারা কোনও ভিডিয়ো বা চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য "ব্ল্যাক লাইভস ম্যাটার" লিখে সার্চ করেছেন, তাঁদের ব্লক করে দিয়েছে গুগল ৷
এ বিষয়ে গুগলের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কআপকে টেক জায়েন্ট বলেছে, "ব্ল্যাক এক্সিলেন্স" ও "নাগরিক অধিকার"-সহ বর্ণ বৈষম্যমূলক ও সামাজিক ন্যায়বিচার লঙ্ঘনকারী বিষয়গুলিকে ব্লক করে দিয়েছে কোম্পানি ৷ গুগলের এক মুখপাত্রের কথায়, "আমরা ঘৃণা ও হেনস্থার বিষয়টিকে খুব গুরুত্ব দিই এবং যতটা সম্ভব দৃঢ়তার সঙ্গে এর নিন্দা করি ৷"
তিনি আরও বলেছেন, "এই কনটেন্টে ইউ টিউবে কোনও বিজ্ঞাপন কখনও চলেনি, কারণ এই তদন্ত প্রক্রিয়ায় কাজ করে আমাদের বহু-স্তরীয় এনফোর্সমেন্ট রণকৌশল ৷ তবে যে টার্ম ব্যবহার করা হয়েছে, তা নিঃসন্দেহে আক্রমণাত্মক ও ক্ষতিকর ৷ এটা সার্চ করা কখনওই উচিত না ৷ আমাদের দল এই সমস্যাটি নিয়ে কাজ করছে ৷ আমাদের এনফোর্সমেন্ট নীতি লঙ্ঘন করে এমন টার্ম ব্লক করা হচ্ছে ৷ এ ব্যাপারে আমরা নজরদারি বজায় রাখব ৷"