পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

অডিয়ো নোট শুনতে সুবিধার জন্য নতুন ফিচার্স হোয়াটসঅ্য়াপের - whatsapp

অডিয়ো নোট শোনার ক্ষেত্রে খুব সুবিধা পাবেন ব্য়বহারকারীরা ৷ লম্বা দৈর্ঘ্য়ের অডিয়ো নোট শুনতে খুব কম লাগবে ৷

whatsapp
হোয়াটসঅ্য়াপ

By

Published : Mar 22, 2021, 6:49 PM IST

হোয়াটসঅ্য়াপে যুক্ত হতে চলেছে নতুন ফিচার্স ৷ মূলত অডিয়ো নোট বা ভয়েস নোট আরও তাড়াতাড়ি শুনতে এই ফিচার্স অ্য়াড করতে চলেছে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে টুইট করে এই খবর জানিয়েছে হোয়াটসঅ্য়াপ কর্তৃপক্ষ ৷ বেটা ভার্সনে টেস্টিং-এর জন্য় ইতিমধ্য়ে চালু হয়ে গেছে নতুন এই ফিচার্স ৷

কী সুবিধা থাকছে ?

অনেক সময় একটু বেশি দৈর্ঘ্য়ের অডিয়ো মেসেজ বা ভয়েস নোট পাঠালে তা শুনতে দীর্ঘক্ষণ লাগে৷ এমনকী ফাস্ট ফরোয়ার্ড করেও তা শোনা যেত না ৷ তাই এবার থেকে স্পিড লেবেল বাড়িয়ে খুব অল্প সময়ে বেশি দৈর্ঘ্য়ের অডিয়ো নোট শোনা যাবে ৷

আরও পড়ুন- 45 মিনিট অচল হোয়্যাটসঅ্যাপ, সমস্যা ফেসবুক-ইনস্টাতেও

অডিয়ো নোট শোনার জন্য় তিনটি স্পিড লেভেল দেওয়া হয়েছে ৷ সেগুলি হল 1x, 1.5x এবং 2x ৷ এই ফিচার্স সহ একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে ৷

এছাড়াও হোয়াটসঅ্য়াপ ওয়েবের জন্য়ও একটি নতুন ফিচার্স আনতে চলেছে সংস্থাটি ৷ সেটি হল মোবাইলের সঙ্গে ইন্টারনেটের সংযুক্তি না করেও সহজেই ব্য়বহার করা যাবে হোয়াটসঅ্য়াপ ওয়েব ৷ বর্তমানে এই দুটি ফিচার্স বেটা ভার্সনে রয়েছে ৷ সব ব্য়বহারকারী জন্য় কবে ওই দুটি সুবিধা দেওয়া হবে তা এখনও জানানো হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details