পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

অ্যামাজ়ন ফায়ার টিভি এবং ইকো শো-তে থাকছে না মোজ়িলা ফায়ারফক্স

মোজ়িলা ফায়ার ফক্সের তরফে পাঠানো সুরক্ষা সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, যদি গ্রাহকদের ইকো শো-তে ডিফল্ট ব্রাউজ়ার হিসেবে ফায়ারফক্স থাকে, তবে, গ্রাহকদের ওয়েব ব্রাউজ়িঙের জন্য সেটিকে অ্যামাজ়ন সিল্কে পরিবর্তন করতে হবে ৷

Mozilla Firefox ends support for Amazon Fire TV and Echo Show
অ্যামাজ়ন ফায়ার টিভি এবং ইকো শো-তে থাকছে না মোজ়িলা ফায়ারফক্স

By

Published : Apr 13, 2021, 12:44 PM IST

নিউদিল্লি : আর কয়েকদিন পর থেকে গ্রাহকরা ফায়ার টিভিতে মোজ়িলা ফায়ারফক্স অ্যাপ আর ইনস্টল করতে পারবে না ৷ এ নিয়ে নয় গ্রাহকরা মোজ়িলার সুরক্ষা সংক্রান্ত আপডেট পাবেন ৷ আর তা না হলে অ্যাপ আনইনস্টল করা থাকলে তাকে পুনরায় ইনস্টল করতে হবে ৷ এই নয়া নিয়ম আগামী 30 এপ্রিল থেকে লাগু হবে ৷

মোজ়িলা ফায়ার ফক্সের তরফে পাঠানো সুরক্ষা সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, যদি গ্রাহকদের ইকো শো-তে ডিফল্ট ব্রাউজ়ার হিসেবে ফায়ারফক্স থাকে, তবে, গ্রাহকদের ওয়েব ব্রাউজ়িঙের জন্য সেটিকে অ্যামাজ়ন সিল্কে পরিবর্তন করতে হবে ৷

মোজ়িলার তরফে বলা হয়েছে, তাদের এই অ্যাপটি অ্যামাজ়ন অ্যাপ স্টোরেও আর পাওয়া যাবে না ৷ এই অ্যাপটিকে কোনও ডিভাইস থেকে সরিয়ে দিলে ভবিষ্যতে আর সেটিকে রিইনস্টল করা যাবে না ৷

তবে, এক্ষেত্রে ফায়ার টিভি এবং ইকো শো সিসটেমে অ্যামাজ়ন সিল্কের মাধ্যমে ওয়েব সাইট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ সেক্ষেত্রে কমান্ড হবে ‘‘অ্যালেক্সা, ওপেন সিল্ক’’৷

আরও পড়ুন : ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও

গুগল অ্যামাজ়নের সব ডিভাইস থেকে ইউটিউব সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করার, দু’সপ্তাহ পরেই মোজ়িলার তরফে ফায়ার টিভিতে ফায়ারফক্স নিয়ে আসে ৷ প্রসঙ্গত, 2017 সালে প্রথমবার ফায়ার টিভিতে মোজ়িলা ফায়ারফক্স নিয়ে এসেছিল ৷ তারপর 2019 সালে ফের একবার ফায়ার টিভিতে গুগল তাদের ইউটিউব অ্যাপ ফিরিয়ে আনে ৷ আর 2018 সালে প্রথমবার অ্যামাজ়ন সিল্কের সঙ্গে ইকো শো 10-র মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজ়ার ইকো শো ডিভাইসে নিয়ে আসা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details