পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

অ্য়ান্ডরয়েড 12 আপডেটে যে সুবিধাগুলি পেতে চলেছেন আপনি

চলতি বছরেই অ্য়ান্ডরয়েড 12 আপডেট আনতে চলেছে গুগল ৷ প্রায় 12টি নতুন ফিচার্স পাবেন ব্য়বহারকারীরা ৷ ইতিমধ্য়ে সংস্থার তরফে প্রিভিউ ভার্সন প্রকাশ করা হয়েছে ৷

Android
প্রতীকী ছবি

By

Published : Mar 21, 2021, 4:31 PM IST

চলতি বছরেই অ্য়ান্ডরয়েডের আপডেট আনছে গুগল ৷ অ্য়ান্ডরয়েড 12 আপডেট হলে বেশ কিছু নতুন সুবিধা যোগ হতে পারে আপনার ফোনে ৷ ইতিমধ্য়ে সংস্থার তরফে অ্য়ান্ডরয়েড 12 -র একটি প্রিভিউ প্রকাশ করা হয়েছে ৷ প্রায় 12টি নতুন সুবিধার মধ্য়ে যে ফিচারগুলি ব্য়বহারকারীদের মন কাড়বে বলে মনে করা হচ্ছে সেগুলি হল, টাস্কবার, ফেস বেসড রেকগনাইজেশন,হাই রেজ়িলিউশনের ছোটো ভিডিয়ো এবং এভিআইএফ ফর্মেটের ফোটো ৷

টাস্কবার - যে সব ব্য়বহারকারী একটু লম্বা দৈর্ঘের স্ক্রিন যুক্ত ফোন ব্য়বহার করেন এবং তাঁরা অ্য়ান্ডরয়েড 12-এ আপডেট করলে সেই সব ফোনের স্ক্রিনের নিচের দিকে টাস্কবার পাবেন ব্য়বহারকারীরা ৷ এতে ফ্রিকোয়েন্টলি ব্য়বহার করা অ্য়াপগুলির তালিকা থাকবে ৷

ফেস বেসড অথোরাইজেশন - অ্য়ান্ডরয়েড 12 ব্য়বহারকারীরা ফেস বেসড অথোরাইজেশনের সুবিধা পাবেন ৷ মূলত ফ্রন্ট ক্য়ামেরা ব্য়বহার করে এই প্রযুক্তি শুরু হতে চলেছে অ্য়ান্ডরয়েড 12-এ ৷

হাই রেজ়িলিউশন ভিডিয়ো- অ্য়ান্ডরয়েড 12-তে এইচ ই ভি সি প্রযুক্তি দেওয়া হচ্ছে ৷ এর ফলে হাই রেজ়িলিউশন ভিডিয়ো স্টোর করতে অত্য়ন্ত কম জায়গা লাগবে ৷ যদি কোনও অ্য়াপ এইচ ই ভি সি প্রযুক্তি সাপোর্ট না করে তাহলে তা অটোমেটিক এভিসি ফর্মাটে ট্রান্সকোড হয়ে যাবে ৷

এভিআইএফ প্রযুক্তি : এই প্রযুক্তির সুবিধা পাবেন অ্য়ান্ডরয়েড 12 ব্য়বহারকারীরা ৷ এই প্রযুক্তির ফলে জেপিইজি ফর্মাটের থেকেও উন্নত কোয়ালিটির ছবি তোলা যাবে ৷

এর পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা পাবেন অ্য়ান্ডরয়েড 12 ব্য়বহারকারীরা ৷ অনেক ভারী অ্য়াপ খুব স্মুথলি রান করবে, গান ও গেম খেলা আরও সুবিধা হবে নতুন ভার্সেনের অ্য়ান্ডরয়েডে ৷

সংস্থার তরফে বলা হয়েছে শুধু এই 12টি নতুন সুবিধা নয়, নতুন ভার্সেনের অ্য়ান্ডরয়েড মোবাইল ব্য়বহারকারীদের কাছে অন্য় মাত্রা যোগ করবে ৷

ABOUT THE AUTHOR

...view details