চলতি বছরেই অ্য়ান্ডরয়েডের আপডেট আনছে গুগল ৷ অ্য়ান্ডরয়েড 12 আপডেট হলে বেশ কিছু নতুন সুবিধা যোগ হতে পারে আপনার ফোনে ৷ ইতিমধ্য়ে সংস্থার তরফে অ্য়ান্ডরয়েড 12 -র একটি প্রিভিউ প্রকাশ করা হয়েছে ৷ প্রায় 12টি নতুন সুবিধার মধ্য়ে যে ফিচারগুলি ব্য়বহারকারীদের মন কাড়বে বলে মনে করা হচ্ছে সেগুলি হল, টাস্কবার, ফেস বেসড রেকগনাইজেশন,হাই রেজ়িলিউশনের ছোটো ভিডিয়ো এবং এভিআইএফ ফর্মেটের ফোটো ৷
টাস্কবার - যে সব ব্য়বহারকারী একটু লম্বা দৈর্ঘের স্ক্রিন যুক্ত ফোন ব্য়বহার করেন এবং তাঁরা অ্য়ান্ডরয়েড 12-এ আপডেট করলে সেই সব ফোনের স্ক্রিনের নিচের দিকে টাস্কবার পাবেন ব্য়বহারকারীরা ৷ এতে ফ্রিকোয়েন্টলি ব্য়বহার করা অ্য়াপগুলির তালিকা থাকবে ৷
ফেস বেসড অথোরাইজেশন - অ্য়ান্ডরয়েড 12 ব্য়বহারকারীরা ফেস বেসড অথোরাইজেশনের সুবিধা পাবেন ৷ মূলত ফ্রন্ট ক্য়ামেরা ব্য়বহার করে এই প্রযুক্তি শুরু হতে চলেছে অ্য়ান্ডরয়েড 12-এ ৷