কলকাতা, 10 জানুয়ারি: নারী দশভূজা - কথাটা প্রতিদিন, প্রতি সেকেন্ডে প্রমাণিত । সে কী না পারে ? পারে চাকরি করতে, পারে রান্নাবান্না করে পরিবারের মুখে সময়মতো ভাত তুলে দিতে, পারে বই লিখতে এমনকী কোনও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে । বাস্তবে এমনই এক নারী চরিত্র রাজশ্রী চক্রবর্তী (Rajashree Chakraborty)। 'মিসেস ইন্ডিয়া গ্যালাক্সি 2021'-এর ফার্স্ট রানার-আপ (mrs india galaxy 2021) হলেন তিনি। পেলেন 'মিসেস ক্যারিশ্মাটিক' সাবটাইটেল । 1996 সালে 'মিস বেঙ্গল' বিউটি পেজেন্টে অংশ নিয়ে বিপাশা বসু এবং কোয়েনা মিত্রকে টক্কর দিয়ে বিজয়ী হয়েছিলেন রাজশ্রী (1st runner up in mrs india galaxy 2021)। ইটিভি ভারতকে জানালেন, খুশি থাকাই তাঁর জীবনের মূলমন্ত্র ৷
ইটিভি ভারত: মিসেস ইন্ডিয়া গ্যালাক্সিতে (Mrs India galaxy 2021 1st runner up Rajashree Chakraborty) নাম দেওয়া কীসের তাগিদে ?
রাজশ্রী: আমার নেশাই হল নতুন কিছু করার আর শেখার । বিউটি, ফ্যাশন, ফিটনেস বরাবরই ভাল লাগার জায়গা । জীবনে অপূর্ণ রাখতে চাই না কিছু । যেহেতু ফিটনেস, বিউটি, ফ্যাশনের প্রতি আমার ঝোঁক, তাই ভাবলাম বিউটি পেজেন্টে কেন নাম দেব না ? দেখি না কী হয় ? এর আগেও তো 1996 সালে 'মিস বেঙ্গল'-এ অংশ নিয়ে বিজয়ী হয়েছি । আমার সঙ্গে প্রতিযোগী হিসেবে ছিলেন বিপাশা বসু, কোয়েনা মিত্ররাও । 'মিসেস ইন্ডিয়া গ্যালাক্সি 2021'-এ নাম রেজিস্ট্রেশন করিয়ে জানতে পারি এখন যাঁরা এই দুনিয়ায় ভাল কাজ করছেন তাঁদের কাছ থেকে শিখতে পারব । আগ্রহ আরও বাড়ে তখন । এর আগে এ রকম ন্যাশনাল প্ল্যাটফর্মে অংশ নিইনি কখনও ।
ইটিভি ভারত: কেমন ছিল সেই জার্নিটা ?
রাজশ্রী: 4 মাসের জার্নি । প্রচণ্ড ডেডিকেটেড ছিলাম । আমি ডান্সার নই, ট্যালেন্ট রাউন্ডে ডান্সও করেছি । মেয়ে আমাকে স্টেপ শিখিয়েছে । র্যাম্প করেছি ইউটিউব দেখে । মিসেস গ্যালাক্সি টিমও শিখিয়েছে অনেক কিছু । রেগুলার ভিডিয়ো শুট করে পাঠাতে হত । নিউট্রিশন ফিটনেস, যোগা ট্রেনিং হয়েছে, মেক আপ, স্কিন কেয়ার নিয়েও ট্রেনিং করিয়েছে । ক্রাউনটা পাওয়ার জন্য অনেক খেটেছি । কিছু না কিছু পাওয়ার ইচ্ছা ছিলই । অবশেষে ফার্স্ট রানার-আপ হলাম । কনফিডেন্স আরও বেড়ে গেল । আমি চাই অন্যরাও নিজেদের ব্যাপারে কনফিডেন্ট থেকে জীবনে এগিয়ে চলুক ।
আরও পড়ুন:Gourab Roy Choudhary in Pilu: পিলু নিয়ে আপ্লুত গৌরব এবার শিখবেন গান
ইটিভি ভারত: সম্পূর্ণ অন্য এক ধরনের পেশার সঙ্গে যুক্ত আপনি । এর মাঝে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখেন কীভাবে ?
রাজশ্রী: যে কোনও প্রফেশনেই ফিট অ্যান্ড ফাইন থাকাটা দরকার । পহেলে দর্শনধারী ফির গুণবিচারি । আর দর্শনধারী হতে গেলে আগে সুস্থ থাকতে হবে । তাই খাওয়া দাওয়া, শরীরচর্চা খুব দরকার । আমি বরাবরই ফোকাস করি ফিট অ্যান্ড ফাইন থাকার উপর । আমি মেডিটেশন, যোগা, প্রাণায়ম নিয়মিত করি । এই ব্যাপারে বাবা আমার রোল মডেল । উনিও এ রকমই মানুষ । আর দরকার খুশি থাকা । জীবনে অনেক কিছু পেয়ে গেলেই সুখ আসে না । সুখে থাকা, খুশি থাকাটা একটা অভ্যেস । সেটা তৈরি করতে হয় নিজের মধ্যে।
ইটিভি ভারত: আপনি যে পেশার সঙ্গে যুক্ত তা নিয়ে কিছু বলা যায় ?
রাজশ্রী: আমি যুক্ত আছি সর্বভারতীয় সংস্থা 'জেট কিং' এর সঙ্গে । আমরা উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা বি টেক করে যাঁরা চাকরি পাচ্ছেন না তাঁদের ডিজিটাল স্কিল ট্রেনিং দিই । কম্পিউটার, নেটওয়ার্কিং-এর ট্রেনিং দিই । প্লেসমেন্টের সুবিধা দিই । প্রায় 14 বছর যুক্ত আমি এই পেশার সঙ্গে । কলকাতা শাখার প্রধান আমি । এ ছাড়াও সমাজ সেবামূলক কাজেও নিজেকে যুক্ত রাখি আমি ।