করবা চৌথের সঙ্গে ‘ষোল শৃঙ্গার’-এর প্রস্তুতি জড়িত । ষোল শৃঙ্গারের একটি হল হাতে ও তালুতে হেনা লাগানো । ভারতীয় নারীরা, বিশেষত বিবাহিতরা উৎসব বা বিশেষ উপলক্ষের সাজগোজের অংশ হিসেবে, হেনা দিয়ে হাত সাজানোর জন্য পরিচিত। শুধু সৌন্দর্যের দিক থেকেই নয়, মেহেন্দি ভারতের সংস্কৃতির গভীরে ঢুকে রয়েছে, আর সেজন্যই সমস্ত বয়সের নারীর আবেগের সঙ্গে এটা জড়িত।
অঙ্গসজ্জার অন্যতম প্রাচীন কলা, মেহেন্দি এসেছে সংস্কৃত শব্দ ‘মেন্ধিকা’ বা হেনা গাছ থেকে । মেহেন্দির ব্যবহার বৈদিক যুগ থেকে চলে আসছে । যখন একে প্রসাধনী হিসেবে ব্যবহার করা হত। এছাড়াও হেনা পাতা তার ওষধি গুণের জন্যও পরিচিত। হিন্দু মহিলারা মেহেন্দিকে খুবই পবিত্র বলে মনে করেন।
এখন করবা চৌথ হচ্ছে বিবাহের উদযাপন এবং মেহেন্দির এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । মহিলারা বিয়ের পবিত্র চিহ্ন হিসেবে মেহেন্দিতে হাত রাঙান, তাঁদের সেরা পোশাকটি পরেন এবং তাঁদের স্বামীদের দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন। এতে স্বাভাবিকভাবেই মেহেন্দি একটি পবিত্র বস্তু হয়ে ওঠে।
করবা চৌথের অনেকদিন আগে থেকেই মহিলারা তাঁদের সৌন্দর্য ও ফ্যাশনের প্রস্তুতি নিতে শুরু করেন । জমকালো নতুন পোশাক কেনা থেকে, নিজেদেরকে সাজিয়ে তোলা, সঠিক মেহেন্দি শিল্পীকে খুঁজে পেতে এই উৎসব একেবারে উপযুক্ত । কিন্তু, শুধু মহিলারাই নন, গোটা পরিবারই এতে অংশ নিতে ভালবাসেন । এবছর দুর্ভাগ্যবশত সবকিছু আগের মতো নেই । অনেকগুলো কোভিড সতর্কবিধি এখনও কার্যকর থাকার ফলে, বাইরে বেরোনো হবে বলে মনে হচ্ছে না । তাই সহজ কিন্তু চোখ ধাঁধানো কিছু মেহেন্দি ডিজাইনের একটি তালিকা, যা সারাদিন উপবাসে থাকার সময়, বা পরিবারের সঙ্গে গল্পগুজব করার সময় নিজেই করে নেওয়া যাবে ।
নিচের ডিজ়াইনগুলোর বেশিরভাগই সহজ, সুন্দর এবং সামঞ্জস্যবিহীন, যাতে আপনি নিজে থেকে অথবা পেশাদার নন এমন কারও সাহায্যে পরতে গিয়ে বেশি বিড়ম্বনায় না পড়েন।
https://www.instagram.com/p/CG1EpCKBpfd/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/CHIU3ephrZK/?utm_source=ig_web_copy_link