কলকাতা, 28 মার্চ : দুই সমাজ বিরোধী দলের বচসার জেরে বোমাবাজি হল এলাকায় (Clash between two anti social group at Anandapur) ৷ ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়, সঙ্গে চলে বোমাবাজি ৷ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকায় গুলশন কলোনিতে । বোমাবাজির এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।
সম্প্রতি বীরভূমের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সকল পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন আগামী 10 দিনের মধ্যে যাতে রাজ্যের সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সেই মত রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ-সহ অন্যান্য পুলিশ কমিশনারেট নিজ নিজ এলাকায় তল্লাশি অভিযান চালান । ঠিক সেই সময়ে খাস কলকাতায় ভরসন্ধ্যায় বোমাবাজির মত ঘটনায় পুলিশি নিরাপত্তা গাফিলতি ছবিটা প্রকট হল ৷