পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

কপালে গভীর ক্ষতচিহ্ন, তপসিয়ায় উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

আজ সকালে তপসিয়ায় অভিজিৎ রজক (30) নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয় । তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

death
death

By

Published : Sep 1, 2020, 1:39 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : মাথায় একাধিক গভীর ক্ষত । তপসিয়ায় ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল যুবকের মৃতদেহ । নাম অভিজিৎ রজক (30)। তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তবে বাড়িতে ঢুকে কীভাবে তাঁকে একের পর এক আঘাত করা হল তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা ।

27 নম্বর গোবরা গোরস্থান রোডের বাসিন্দা ছিলেন অভিজিৎ । গতরাত সাড়ে বারোটা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দেখা হয় । এরপর কেটে গিয়েছে চার ঘণ্টা । আজ ভোর সাড়ে চারটে নাগাদ পরিবারের সদস্যরা দেখেন, ঘরের দরজা ভাঙা । তখনই সন্দেহ হয় তাঁদের । ঘরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অভিজিৎ । বিছানা ভেসে যাচ্ছে রক্তে । ঘাড়ের কাছে রক্তের ছোপ । মাথায় একাধিক গভীর ক্ষতচিহ্ন । দেরি না করে দ্রুত খবর দেওয়া হয় তপসিয়া থানায় । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তদন্তকারীরা দেখেন, অভিজিতের মাথায় ক্ষতচিহ্ন রয়েছে । তাঁদের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে অভিজিতের মাথায় একের পর এক আঘাত করা হয়েছে ।

বিষয়টি জানানো হয় লালবাজারের গোয়েন্দা বিভাগে । এরপরই ঘটনাস্থানে যায় হোমিসাইড শাখা । তারা প্রাথমিক তদন্তের কাজ চালাচ্ছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের । প্রাথমিক তদন্তের কাজ শেষ হলেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে । অভিজিতের ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা চলছে । তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details